শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত তথ্য নিয়ে ব্যবসা করছে ফেসবুক

বাঁধন : আমাদের মধ্যে অনেকেরই ফেসবুকে একাউন্ট রয়েছে, যেমনটি রয়েছে বিশ্বের অন্যান্য প্রায় ২১৩ কোটি মানুষের। আমরা প্রতিদিনই এই সামাজিক গণমাধ্যমে আমাদের প্রিয়জনদের পাশাপাশি বিশ্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এই সামাজিক গণমাধ্যমটি শুধু যে আমাদের বিশ্বের দূরত্ব কমিয়ে দিয়েছে তা নয়, শিক্ষা এবং সমৃদ্ধির জন্য একটি ভিত গড়ে দিয়েছে।

তবে এই অতি কার্যকরী গণমাধ্যম ব্যবহার করতে আমাদের মাসে কত টাকা দিতে হয়? এক টাকাও না। প্রধান প্রশ্ন হল, কিভাবে এতো বড় একটি গণমাধ্যম বিনামূল্যে তাদের সেবা প্রদান করছে? অনেকেই বলবে, বিজ্ঞানপণের মাধ্যমেই তারা তাদের অর্থ পেয়ে থাকে। এই উত্তরটি কিছুটা সত্য হলেও এর অন্তরালে লুকিয়ে আছে বহু কিছু।

ফেসবুকের অন্যতম ব্যবসার সামগ্রী হচ্ছে আমরা নিজেরাই। হ্যাঁ, আমরাই। আমরা যারা প্রতিদিন এই গণমাধ্যম ব্যবহার করি। তাদের মূল আয়ের উৎসই হচ্ছে তাদের গণমাধ্যমে আমাদের প্রদান করা ব্যক্তিগত তথ্য। এই ব্যক্তিগত তথ্য বিক্রি করেই তারা বিপুল পরিমাণ অর্থ কামিয়ে নিচ্ছে।

এই ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করেই বিজ্ঞাপনদাতারা তাদের পছন্দমত একদল মানুষকে টার্গেট করে তাদের বিজ্ঞাপন দিতে পারে। এই টার্গেট হতে পারে আমাদের পছন্দ অনুসারে, অথবা হতে পারে আমাদের বয়স অথবা আমাদের ভৌগলিক অবস্থার অনুসারে। এতে করে বিজ্ঞাপনদাতারা আরও কার্যকরীভাবে বিজ্ঞাপন প্রদান করতে পারে।

তাছাড়াও আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে রাজনৈতিক দলগুলো আমাদের পছন্দ সম্পর্কে আগে থেকেই আঁচ করতে পারে। এই তথ্য ব্যবহার করেই তারা আমাদেরকে প্রভাবিত করার জন্য বহু রকম পদক্ষেপও নিতে পারে, যার মধ্যে রয়েছে ভুয়া খবর প্রকাশ এবং বিজ্ঞাপনের ব্যবহার। এতে করে আমরা আমাদের অজান্তেই প্রভাবিত হই।

গত সপ্তাহেই এরকম একটি কোম্পানির তথ্য চুরির ঘটনা ফাঁস হয়েছিল। ক্যামব্রিজ অ্যানালিটিকা নামক সেই কোম্পানিটি মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করে প্রায় ৫ কোটিরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে তথ্য সংগ্রহ করেছিল এই প্রতিষ্ঠানটি।

তবে এরকম কোম্পানির নজির কম দেখা গেলেও পর্দার আড়ালে বহু প্রতিষ্ঠান এই কাজে নিয়োজিত আছে। তারা আমাদের তথ্য চুরি করে সেখান থেকে তাদের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিচ্ছে।

ফেসবুকই যে একমাত্র প্রতিষ্ঠান যেটা এই তথ্য বিক্রি করে দিচ্ছে তা নয়। গুগল থেকে শুরু করে মাইক্রোসফট, ইয়াহু, এওএল, অ্যামাজন, টুইটার এবং ইয়েল্প - সবকটিই আমাদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে দিচ্ছে।

এই জন্য আমাদের সামাজিক গণমাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য প্রদানের আগে বুঝে নিতে হবে যে এটি আমাদের ক্ষতি সাধন করতে পারবে কি না। সূত্র : সিএনএন

যেভাবে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন -

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়