শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি অভয়ারণ্য ধ্বংস না করা পর্যন্ত সামরিক সহায়তা চালু করবে না যুক্তরাষ্ট্র

বাঁধন : পাকিস্তানে গড়ে ওঠা জঙ্গিদের আস্তানা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা না পর্যন্ত পাকিস্তানের সামরিক সহায়তা পুনরায় চালু করবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পেন্টাগন গতকাল একটি বিবৃতিতে একথা জানিয়েছে।

পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল মাইক এন্ড্রিউস বলেন, ‘মার্কিন সরকার অত্যন্ত সৎ এবং খোলামেলাভাবেই পাকিস্তানকে বলে আসছে তাদের সহয়তা পুনরায় চালু করার জন্য তাদেরকে কি কি শর্ত মানে হবে।’

তিনি এও বলেন, ‘আমি নির্দিষ্টভাবে কিছুই বলব না। পাকিস্তানে এমন অভয়ারণ্য সৃষ্টি হয়েছে যেখান থেকে তালিবান জঙ্গিরা অতি সহজেই সীমানা পার করে আফগানিস্তানে ঢুকে হামলা চালাতে পারছে এবং এরপর আবার সীমানা অতিক্রম করে তাদের অভয়ারণ্যে ঢুকে যাচ্ছে। যদি পাকিস্তান এসব অভয়ারণ্য ধ্বংস করে দেয় তাহলে এটি পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং পুরো মহাদেশের জন্যই ভালো হবে। আমরা এটাই চাই - একটি নিরাপদ রাষ্ট্র যেখানে জঙ্গিরা আবার ৯/১১ এর মত হামলার পুনরাবৃত্তি করতে পারবে না।’

তিনি গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের সঙ্গে আফগানিস্তানের অবস্থা পর্যবেক্ষণে সেখানে গিয়েছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে তালিবান এবং হাক্কানি জঙ্গিগোষ্ঠীদেরকে সমর্থন দেওয়া এবং তাদের জন্য অভয়ারণ্য প্রদান করার জন্যে আব্বাসির সরকারকে দোষারোপ করে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলার সহায়তা বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র : ওআইওএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়