শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর প্রেমের টানে ব্রাজিলিয়ান তরুণী নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি: এবার বাংলাদেশি কাতার প্রবাসী হাবিবের প্রেমের টানে নোয়াখালীতে চলে আসলেন দিয়াগো সিলভা নামের এক ব্রাজিলিয়ান তরুণী।

হাবিবকে বিয়ে করে ইসলাম ধর্মগ্রহণ করেছেন ওই তরুণী। সেইসঙ্গে হাবিবের সঙ্গে সংসার পাতলেন দিয়াগো সিলভা। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের জাকের হোসেনের ছেলে।

হাবিবের স্বজনরা জানান, প্রায় পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হাবিবের সঙ্গে ব্রাজিলিয়ান তরুণী দিয়াগোর পরিচয় হয়। পরবর্তীতে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমিকা দিয়াগো ব্রাজিল যাওয়ার জন্য বিভিন্ন সময় হাবিবকে প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই মধ্যে কাতারের ভিসা পান হাবিব। পরে তিনি কাতারে চলে যান। দুইজনের সম্পর্কও চলতে থাকে।

একপর্যায়ে দুইজনই বিয়ে করার জন্য মনস্থির করেন। তারা সিদ্ধান্ত নেন বাংলাদেশে এসে দুইজনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। গত মাসে কাতার থেকে বাংলাদেশে আসেন হাবিব। এরপর গত শুক্রবার ব্রাজিল থেকে বাংলাদেশে আসেন দিয়াগো সিলভা।

রোববার ব্রাজিলিয়ান এই তরুণী নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন ফাতেমা।

এরপর নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ফাতেমার সঙ্গে হাবিবের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর কোর্টে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এ বিষয়ে হাবিব বলেন, ফাতেমা ও আমি খুবই খুশি যে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক সফল হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

বিদেশি তরুণীকে পুত্রবধূ হিসেবে ঘরে পেয়ে দারুণ খুশি হাবিবের পরিবারের সবাই। এ বিষয়ে হাবিবের মামা নুরনবী বলেন, আমাদের আত্মীয়-স্বজনসহ সবাই অবাক হলেও অত্যন্ত খুশি হয়েই নববধূকে বরণ করে নিয়েছি। অনেক ভালো লাগছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়