শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কার ‘লঙ্কাকাণ্ডে’ দায়ী সাকিব, দাবি লঙ্কান পত্রিকার

আক্তারুজ্জামান : ‘ডু অর ডাই’ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ঘটে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা। যার রেশ পড়ে বাংলাদেশের ড্রেসিং রুমেও। যার দায়ভার পড়েছে বাংলাদেশের দলনায়ক সাকিব আল হাসানের ওপর। এমনটাই দাবি করছে শ্রীলঙ্কার বহুল প্রচারিত সংবাদপত্র ‘দ্য আইল্যান্ড’।

পত্রিকার জোরালো দাবি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই নাকি এই কাণ্ড ঘটিয়েছেন। গতকাল প্রকাশিত এক সংবাদ তারা সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট দলকে ধুয়ে দিয়েছেন।

তবে প্রকাশিত সংবাদে কোন প্রমাণ হাজির করতে পারেনি তারা। আর এই কারণেই ম্যাচ রেফারি ক্রিস ব্রডও বিষয়টি উপেক্ষা করেছেন। এখন সাকিবকে শাস্তি না দেওয়ায় ব্রডের ওপরও চটেছে দ্যা আইল্যান্ড। লঙ্কান সংবাদপত্রের দাবি, ওই দরজা ঠিক করতে শ্রীলঙ্কা বোর্ডের খরচ হয়েছে ১ লাখ ৪৭ হাজার রুপি।

গত শুক্রবারের শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের শেষ ওভারের শুরুতে পরপর দুই বাউন্সার দেন পেসার ইসুরু উদানা। নিয়ম অনুযায়ী আম্পায়ার ‘নো’ না ডাকলে বাংলাদেশে খেলোয়াড়রা মাঠ ও মাঠের বাইরে ক্ষোভে ফেটে পড়েন। সাকিব মাঠের দুই ব্যাটসম্যানকে খেলা ছেড়ে চলে আসতে বলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি ঠা-া করে বাংলাদেশ জিতে নেয় ম্যাচটি। সাকিব দলকে উঠে আসতে বলে উত্তেজিত হয়ে উপরের ড্রেসিং রুমে চলে যান। পরের দিন খবর, ড্রেসিং রুমের দরজা ভাঙা পাওয়া গেছে। ঘটনায় ম্যাচ রেফারি তদন্ত করছেন।

সাকিবকে কাঁচের দরজা ভাঙার দোষ দিয়ে ‘দ্য আইল্যান্ড’ লিখেছে, ‘সিসিটিভি ফুটেজে বাংলাদেশ খেলোয়াড়ের অসৌজন্যমূলক আচরণ দেখা গেছে। ঐ ম্যাচে সাকিব তার খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলে উপরে যান। এরপর ড্রেসিং রুমের কাঁচের দরজা ভাঙা পাওয়া যায়। যার মানে দাঁড়ায় সাকিবের ক্রোধটা দরজার ওপর দিয়ে গেছে।’

সংবাদপত্রটি আরো লিখেছে, ‘সিসিটিভি ক্যামেরা যদিও সিদ্ধান্ত দিতে পারেনি যে কে আসলে ক্ষতিটা করেছে, তবে দ্য আইল্যান্ড জানতে পেরেছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড খাবার সরবরাহকারীদের সাথে কথা বলেছিলেন। তাদেরকে (কলম্বোর মুভেনপিক হোটেল, যেটাতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল ছিল) ড্রেসিং রুমের কা-টা কে ঘটিয়েছে তা খুঁজে বের করতে বলেন।

তদন্তে জানা গেছে, একজন খাবার সরবরাহকারী ব্রডকে বলেছিলেন, সাকিবই এই ক্ষতি করেছেন। প্রতক্ষদর্শী এক কর্মচারী ব্রডকে বলেন, বাংলাদেশ অধিনায়ক জোর করেই দরজার এই অবস্থা করেছেন।’

অবশ্য সেই ঘটনার পর সাকিবকে বেশ জরিমানা গুনতে হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিবের সাথে সাথে শাস্তি পেয়েছেন দলের সহকারী খেলোয়াড় হিসেবে মাঠে যাওয়া নুরুল হাসান সোহানও। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়