শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএমই খাতে ঋণ বিতরণ ১৪ শতাংশ বেড়েছে

ফয়সাল মেহেদী : উদ্যোক্তা বাড়ায় এক বছরের ব্যবধানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ বা ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৭ সালে এসএমই খাতের ৭ লাখ ৪৫ হাজার উদ্যোক্তাদের মধ্যে মোট ১ লাখ ৬১ হাজার ৭৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এর আগের বছর ৬ লাখ ৩৫ হাজার উদ্যোক্তাদের মধ্যে মোট ঋণ বিতরণের পরিমান ছিলো ১ লাখ ৪১ হাজার ৯৩৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৯ হাজার ৮৪২ কোটি টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ।

২০১৭ সালে বিতরণ করা মোট এসএমই ঋণের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো ৭ লাখ ১২ হাজার উদ্যোক্তাকে ১ লাখ ৫৩ হাজার ৭৬১ কোটি টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩২ হাজার ৫৫৮ উদ্যোক্তাকে ৮ হাজার ১৭ কোটি টাকা দিয়েছে। আলোচ্য বছরে প্রায় ৫৪ হাজার নারী উদ্যোক্তাকে মোট ৪ হাজার ৭৭২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। যা মোট ঋণের ২ দশমিক ৯৫ শতাংশ। এর আগের বছর ৪২ হাজার নারী উদ্যোক্তাকে ৫ হাজার ৩৪৬ কোটি টাকার ঋণ দেওয়া হয়, যা ছিলো বিতরণকৃত মোট ঋণের ৩ দশমিক ৭৭ শতাংশ।

তথ্যমতে, মোট এসএমই ঋণের মধ্যে ব্যবসায় দেওয়া হয়েছে ৯৬ হাজার ৯৩৫ কোটি টাকা বা ৫৯ দশমিক ৯২ শতাংশ। আর উৎপাদন খাতে দেওয়া হয়েছে ৪২ হাজার ৩৩৫ কোটি টাকা বা ২৬ দশমিক ১৭ শতাংশ। সেবা খাতে দেওয়া হয়েছে ২২ হাজার ৫০৮ কোটি টাকা বা ১৩ দশমিক ৯১ শতাংশ। অবশ্য বর্তমানে মোট এসএমই ঋণের সর্বোচ্চ ৫৫ শতাংশ ব্যবসায়, ৩০ শতাংশ উৎপাদন এবং ১৫ শতাংশ সেবায় বিতরণ করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়