শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ১২:২৮ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অত্যাধুনিক প্রযুক্তির তিন বাস পেলেন জগন্নাথের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সম্বলিত তিনটি নতুন বাস সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে বাস তিনটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এর মধ্যে শিক্ষার্থীদের পরিবহন সংকট প্রকট আকার ধারণ করেছে।  বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী পরিবহন সুবিধা থেকে বঞ্চিত। যেসব শিক্ষার্থী পরিবহন সুবিধা ভোগ করে তারাও অনেক কষ্টে যাতায়াত করে। বসার জন্য সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকলেও অনেক গাদাগাদি করে দাঁড়াতে হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই পরিবহন ব্যয় দিয়ে যাচ্ছে প্রতি সেমিস্টারে।

অবশেষে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে সোচ্চার হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সম্বলিত নতুন তিনটি বাস। এ বাস তিনটির সিটগুলো সিন্থেটিকের। এই সিটের বাস এবারই প্রথম বাংলাদেশে আমদানি করা হয়েছে।

ভিসি জানান,  হাজারও সমস্যা সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমাধানে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির তিনটি বাস শিক্ষার্থীদের পরিবহন সংকট সমস্যা অনেকটাই লাঘব করবে। আজ (মঙ্গলবার) থেকেই শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে বাস তিনটি ছাড়া হবে। শিক্ষার্থীদের পরিবহন সংকট সমাধানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকেও বাস পাওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজারে ছাত্রীদের জন্য এক হাজার সিট বিশিষ্ট একটি আবাসিক হল নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। হলের কাজ শেষ হলে মেয়ে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাও অনেকটা লাগব হবে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক ক্যাম্পাস নির্মাণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জে ২০০ একর বিশিষ্ট একটি জায়গা অধিকরণের কাজ চলছে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়