শিরোনাম

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপ্রিল থেকে সামরিক মহড়া জারি রাখবে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

সজিব সরকার: যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এপ্রিল থেকে পুনরায় যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে বলে ওয়াশিংটন এবং সিওল মঙ্গলবার জানিয়েছে। এদিকে, সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠক করার পরিকল্পনাও করছেন।

এর আগে জানুয়ারিতে সিওল এবং ওয়াশিংটন জানিয়েছিল, শীতকালীন অলিম্পিককে সামনে রেখে সামরিক মহড়া বন্ধ রাখবে তারা এবং আলোচনা করার জন্য এর মধ্যে একটি ভালো পরিবেশ সৃষ্টি করবে।

দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘ফোয়াল ঈগল’ মহড়াটি এপ্রিলের ১ তারিখে শুরু হবে এবং তা এক মাসব্যাপী চলবে। তাছাড়া এপ্রিলের মাঝামাঝি সময় ‘কি রেসোলভ’ মহড়া শুরু হবে এবং তা ২ সপ্তাহব্যাপী চলবে।

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে আমাদের হুমকি দিয়ে আসছে। আমরা এই মহড়া দ্বারা উত্তর কোরিয়াকে জানাতে চাই যে আমরা তাদের হুমকির বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করছি।’

উল্লেখ্য, উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। তা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা এবং যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র পৌছাতে তাদের পরিকল্পনার কথাও উল্লেখ করছে তারা। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়