শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনিজুয়েলার ডিজিটাল ‘ক্রিপ্টোকারেন্সির’ উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

নূর মাজিদ: ভেনিজুয়েলার ডিজিটাল মুদ্রা ‘পেট্রো’র উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ অধ্যাদেশ জারি করে মার্কিন নাগরিকদের এই মুদ্রায় বিনিয়োগ নিষিদ্ধ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত নিষেধাজ্ঞার মুখে অর্থনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতি রুখতে নতুন ডিজিটাল মুদ্রা চালু করেছিলো ভেনিজুয়েলা। ‘পেট্রো’ নামের এই নতুন মুদ্রার মূল্যমানের নির্ণায়ক ছিলো ল্যাটিন আমেরিকার দেশটির বিপুল তেলের রিজার্ভ। পশ্চিমের নিষেধাজ্ঞা এড়িয়ে বৈদেশিক বিনিয়োগকারীদের নতুন মুদ্রায় বিনিয়োগ আকৃষ্ট করাই ছিলো মূল লক্ষ্য।

চরম অর্থনৈতিক মন্দা দেশের অর্থনীতি এবং সেবা খাতকে রক্ষা করতে ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত ২০ই ফেব্রুয়ারি নতুন এই মুদ্রা চালু করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে যে, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এ ধরণের উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্র কখনই বরদাস্ত করবেনা। এখন থেকে যে সমস্ত মার্কিন নাগরিকেরা নতুন এই ডিজিটাল কারেন্সিতে বিনিয়োগ করবেন তাদের আইনি প্রক্রিয়ারও সম্মুখীন হতে হবে।

ডিজিটাল মুদ্রা বিষয়ক বিশেষজ্ঞ জেরি ব্রিটো বলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাশিত পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর অর্থনীতিকে বিচ্ছিন্ন রাখতে সচেষ্ট থাকে। তাই নতুন এই ডিজিটাল মুদ্রা মার্কিন নিষেধাজ্ঞা থেকে ভেনিজুয়েলাকে বাঁচাতে পারবেনা। দ্য ভার্জ

  • সর্বশেষ
  • জনপ্রিয়