শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন

নইন আবু নাঈম, বাগেরহাট: বাগেরহাটে শিক্ষিকাকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করেছে এক যৌতুক লোভী পরিবার।স্বামী শাশুড়ীর নির্মম নির্যাতনে বাগেরহাট সদর হাসপাতালে গুরুত্বর আহত হয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন দুই সন্তানের জননী গৃহবধু পারভীন।

এব্যাপারে স্বামী শাশুড়ীর নির্মম নির্যাতনে অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ নজরুল এর কন্যা শিক্ষিকা নওশিন পারভীন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে,বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নজরুল এর কন্যা নওশিন পারভীন এর সাথে গত ২০০৯ সালে পারিবারিকভাবে বারাকপুর গ্রামের মোশারেফ শিকদারের পুত্র রাজিবের সাথে বিবাহ হয়। বিবাহের পর কিছু দিন যেতে না যেতে পারভীনের স্বামী রাজিব শিকদার শশুরের কাছে ব্যবসা করার জন্য দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে। মেয়ের সুখের কথা চিন্তা করে নজরুল শেখ তার জামাই বাড়ীতে গিয়ে পারভীনের শশুর মোশারেফ শিকদারসহ সকলের উপস্থিতিতে এক লক্ষ টাকা জামাতার ব্যবসার জন্য দিয়ে আসেন।কিন্তু উক্ত টাকা রাজিব ব্যবসা না করিয়া অযথা খরচ করে পুনরায় বাংলাদেশ রেলওয়ে চাকুরী করার জন্য আবারো রাজিব স্ত্রী পারভীনকে তার বাবার বাড়ি থেকে পাঁচ (৫) লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে।

এতো টাকা যৌতুক দিতে অপরগতা প্রকাশ করায় স্বামী রাজিব,শশুর মোশারেফ,শাশুড়ী রাশিদা, ননদ মুন্নি তার উপর শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন শুরু করে। গত রোববার তারিখ রাত সাড়ে ১১টায় জোট বদ্ব হয় রাজিব, মোশারেফ, রাশিদাও মুন্নি পারভীনকে তার পিত্রালয় থেকে পুনরায় যৌতুকের ওই ৫লক্ষ টাকা আনতে বলে। পারভীন তার পিতার অসমর্থের কথা প্রকাশ করলে সকলে মিলে তাকে দরজার ডাসা দিয়ে বেদম পারপিট করে তার ডান হাত ভেঙ্গে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় প্রতিবেশীরা ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযেগের চেষ্টা করে ও তাদের পাওয়া যায়নি।বাগেরহাট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা: মোশারেফ হোসেন বলেন,পারভীনের হাত ভাঙ্গাসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার ছিকিৎসা চলছে।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ জানান, রাজিবসহ ৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষনিকভাবে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়