শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূষণ ও দখলের কারণে অস্তিত্বহীন রাজধানীর ৫০টি খাল দখল 

হ্যাপী আক্তার : সুন্দর নগরি গড়ে তুলতে নানা পরিকল্পনা থাকলেও তা যেন বাস্তবতায় রূপ নিতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়তই। রাজধানীর ছোট বড় মিলিয়ে মোট ৫০টি খাল দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে দিন দিন। এসব খাল দখলে জড়িত রয়েছে নামে বেনামে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, খাল উদ্ধারে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের সদি”ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খাল উদ্ধার করা সিটি কর্পোরেশনের দায়িত্ব, প্রয়োজনে সরকার সহযোগিতা করবে।

পুরো ঢাকার প্রায় অর্ধেক পানি নিষ্কাশন ব্যবস্থা  সঞ্চালন হতো মোহাম্মদপুরের বসিলার এই খাল দিয়ে। এক সময় বুড়িগঙ্গা থেকে তুরাগ তীরে সহজে পৌঁছার মাধ্যম ও ছিল এই খালটি। কিন্তু বর্তমানে এর দু’পাশ জুড়ে রয়েছে অবৈধ দখল, যুক্ত হয়েছে দূষণ। দখল আর দূষণের পরে এবার ভরাট করার পালা। সরকারের কোনো ধরণের অনুমতি ছাড়াই খালটিকে ভরাট করছে আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন। বসিলার এ খালটি ভরাট করায় স্থায়ী দুর্ভোগের শঙ্কা এলাকাবাসীর।

আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি নসু মিয়া বলেন, আমরা গেলো তিন চার মাস যাবত এখানে মাটি ভরাট করে ট্রাক রাখার ব্যবস্থা করছি। ট্রাক রাখার পারমিশন এখনও দেয়নি। তবে বলেছে আপনারা আগে জায়গা ভরাট করেন তারপর দেওয়া যাবে।

এলাকাবাসী বলেন, যদি খালই আটকে যায় তাহলে তো ঢাকা শহর তলায় যাবে। তখন কেউ কূল কিনারা পাবে না। এজন্য এসব ট্রাক রাখার জন্য একটা ভালো ব্যবস্থা করে এই খাল পুনুরায় খনন করা উচিত।

জলাশয় আইন থাকলেও বাস্তবায়ন নিয়ে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে না বলে মন্তব্য পরিবেশবাদীদের।

বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারি বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাস ট্রাক মালিক সমিতি পর্যন্ত ভরছে। বেশির ভাগ ক্ষেত্রেই এগুলোর অনুমোদন নেই। সরকারি বাহিনীরা তাদের ক্ষমতা ব্যবহার করে এগুলো করছে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে প্রশ্ন করে বলেন, সরকার কি আজ পর্যন্ত কোনো জলাশয় আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে?' জলাশয় আইন ভঙ্গকারীর বির“দ্ধে যদি আইগত ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের ভরাট বন্ধ হতো।

খাল দখলের বিষয়টি স্বীকার করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার করা জরুরী তবে সেক্ষেত্রে সিটি করপেরেশনকে এগিয়ে আসতে হবে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, যদি কোনো খাল কেউ ভরাট করে দখল করার চেষ্টা করে, এমন অভিযোগ সরকার যদি পায়, তাহলে সরকার অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং একপর্যায়ে গিয়ে এগুলো উদ্ধার হবে অবশ্যই।

আগামীতে সুন্দর ও বাসযোগ্য নগরি গড়তে ঢাকার চার পাশে নদী-নালা ও খালগুলোকে রক্ষণাবেক্ষণ ও উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্যেও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দখল করা হচ্ছে খালগুলো । পরিবেশবিদরা বলছেন এসব খান উদ্ধার করা না হলে আগামী কয়েক বছরেই ঢাকা হবে বসবাসের অনুপযোগী। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়