শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলাগুলোতে চিঠি দিয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট : ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন করার পর এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ পরিপ্রেক্ষিতে বিএনপি গতকাল সোমবার রাতে প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সীমানা পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলোতে কোনো অভিযোগ থাকলে তা আগামী ২৪ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলো হয়েছে, ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন করা হয়েছে। এসব সংসদীয় আসনে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে সংশি্লষ্ট জেলার দায়িত্বপ্রাপ্তদের কোনো ধরনের অভিযোগ বা পরামর্শ থাকলে তা ২৪ মার্চের মধ্যে কেন্দ্রকে জানাতে হবে। একই সঙ্গে বাকি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও এ বিষয়ে সতর্ক ও প্রয়োজনীয় পরামর্শ দিতে বলা হয়েছে।

এ বিষয়সহ দলের চেয়ারপারসনের মামলা, দলীয় কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করতে গতকাল গুলশানের কার্যালয়ে বসেছিলেন সিনিয়র নেতারা। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল অনুষ্ঠিত ২১তম কমিশন সভায় ওই ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন করা হয়। খসড়ায় দশম সংসদের ২৬২টি আসনের সীমানা পুনর্বহাল রাখা হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়