শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তবর্তীকালীন সময় নিয়ে ঐক্যমতে পৌঁছল ইউকে ও ইইউ

লিহান লিমা: অন্তবর্তীকালীন ব্রেক্সিট সময় নিয়ে অবশেষে ঐক্যমতে পৌঁছল ব্রিটেন ও ইউরোপিয় ইউনিয়ন। এই সময় দুই পক্ষই একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছে।

ব্রেক্সিট সমঝোতা বিষয়ক মন্ত্রী মাইকেল বার্নিয়ার এবং ডেভিড ডেভিস বলেন, তারা অন্তবর্তীকালীন সময়ের শর্ত নিয়ে ঐক্যমতে পৌঁছেছেন। এই সময় তারা এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করেন। ২৯মার্চ ২০১৯ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তবর্তীকালীন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সমঝোতা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করবে বলে মনে করছেন তারা।

বার্নিয়ার বলেন, ব্রিটেনে অবস্থান করা ৪৫ লাখ ইইউ নাগরিক এবং ইইউতে অবস্থান করা ১২ লাখ ব্রিটিশ নাগরিকের স্বার্থ রক্ষার বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। এই চুক্তির আওতায় ব্রিটিশ ও ইইউ নাগরিককে দুই দেশে ভ্রমণ কালে ব্রেক্সিট পূর্ববর্তী সময়ের মতই সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন। এই চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ডকে ইইউ’র একক বাজারে ও ইউনিয়নে প্রবেশের অনুমতিদেয়া হয়েছে। অন্তবর্তীকালীন সময়েও ইউকে ইইউ’র সঙ্গে সমঝোতা ও চুক্তি স্বাক্ষর করতে পারবে। ব্রিটেন ও ইইউ আশা করছে এই সপ্তাহে ইইউ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ইইউ নেতারা অন্তবর্তীকালিন চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষর করবেন।

লেবার দলের ছায়া ব্রেক্সিট মন্ত্রী কেইর স্ট্রেমার এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, এখন সরকারকে অবশ্যই চূড়ান্ত চুক্তির দিকে মনযোগ দিতে হবে এবং মূল চুক্তিতে চাকরির নিরাপত্তা, অর্থনীতির সুরক্ষা এবং উত্তর আয়ারল্যান্ড এ কোন কঠিন সীমান্ত থাকবে না এমন সিদ্ধান্তে আসতে হবে। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়