শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শাহিনকে হত্যার হুমকিতে জিডি

নিজস্ব প্রতিবেদক : দৈনিক খোলা কাগজের উপ-বার্তা সম্পাদক মানজারুল ইসলাম শাহিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৩টা ১৮ মিনিটে তার ব্যবহৃত মোবাইলে ফোনে একটি এসএমএস-এর মাধ্যমে এ হুমকি আসে। এ ঘটনায় বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর -১১১৪।

এই জিডিতে উল্লেখ করা হয়েছে, ০১৬২৩৩৬৬১৬৯ নাম্বার থেকে একটি এসএমএস আসে। এতে লিখা ছিল ‘voya sangbadik you will die very soon......’। এরপর এসএমএস আসা নম্বরে কল করেন মানজারুল ইসলাম। তখন অপরপ্রান্ত থেকে গালাগাল করা হয় তাকে। বলে, ‘.... ভুয়া সাংবাদিক, ভুয়া সাংবাদিকগো ডিবি কেমনে পেডাইয়া হাড্ডিগুড্ডি ভাঙ্গে দেখছোস,পেপারে দেখছোস ভুয়া সাংবাদিক, ভুয়া সাংবাদিকগো ডিবি কেমন পেডাইয়া হাড্ডিগুড্ডি ভাংতাছে,তোর অবস্থাও তাই অইবো।’এই বলে ফোন লাইনটি কেটে দেওয়া হয়।

হুমকি ও থানায় সাধারণ ডায়েরি করার বিষয়ে মানজারুল ইসলাম শাহিন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন,‘হুমকি আসার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জীবনের নিরাপত্তার জন্য বনানী থানায় জিডি করেছি।’

সাংবাদিককে হত্যার হুমকি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী। তিনি বলেন,‘কে এই হুমকিদাতা সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়