শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারকে পরিপূর্ণ সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কারাগারকে পরিপূর্ণ সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

আগামীকাল ২০ মার্চ হতে শুরু কারা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।

‌‍‍কারা সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাষ্ট্রপতি বাংলাদেশ জেল এর সকল কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষের আন্তরিক কর্মনিষ্ঠা দেশের কারা ব্যবস্থাপনাকে ভবিষ্যতে কাঙ্খিত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কারাগারকে পরিপূর্ণ সংশোধনাগার হিসেবে গড়ে তুলবে। কারা সপ্তাহ পালন-এ লক্ষ্য বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আবদুল হামিদ বলেন, কোনো মানুষই অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতিই মানুষকে অপরাধপ্রবণ করে তোলে। তাই কারাবন্দিদের মানসপট থেকে অপরাধপ্রবণতা দূর করতে সংশোধনমূলক কর্মকা-ের ভূমিকা অনস্বীকার্য। বন্দিদের কৃত অপরাধের জন্য অনুশোচনাবোধে উদ্দীপ্তকরণ এবং সংশোধনমূলক কর্মকা-ের অংশ হিসেবে কারাগারে আটক বন্দিদের প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা প্রদানসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান বন্দিদের সমাজে পুনর্বাসনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, কারাবাস শেষে জীবিকার জন্য কারাগারে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগানোর সুযোগ থাকলে বন্দিগণ প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হবে। কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য প্রশিক্ষণের কলেবর বৃদ্ধিসহ লাগসই প্রশিক্ষণের আয়োজন করলে তা বন্দিদের পুনর্বাসনে সহায়ক হবে। সূত্র: বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়