শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৮, ১২:২৮ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৮, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের কাছে রোহিঙ্গাদের অবস্থা জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

আসিফুজ্জামান পৃথিল: ভারতের কেন্দ্র ও বেশ কয়েকটি প্রাদেশিক সরকারের কাছে ভারতে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালতটি রোহিঙ্গা ক্যাম্পের অবস্থার ব্যাপারে কেন্দ্র সরকারকে একটি রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।

প্রধান বিচারপতি দিপক মিশরা, বিচারপতি ডিওয়াই চন্দ্রচুদ এবং বিচারপতি এএম খান উইলকারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই নির্দেশ দেন। রিটকারি জাফরউল্লাহর পক্ষে জেষ্ঠ্য আইনজীবি কলিন গনজালভেসের রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। আবেদনে গনজালভেস রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা অকথ্য বলে উল্লেখ করেন।

মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে যে সকল রোহিঙ্গা ভারতে পালিয়ে গেছেন তারা বেশীরভাগই হরিয়ানা, রাজস্থান, হরিয়ানা, জম্মু-কাশ্মীর এবং কেন্দ্র শাষিত দিল্লীতে অবস্থান করছে।

এর আগে আদালতের দেয়া আরেকটি নোটিশের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতের একাধিক দেশের সাথে সীমান্ত বেশ সমস্যাসংকুল। এমনিতেই পুরাতন শরনার্থীদের ব্যয়ভার বহন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে নতুন শরনার্থী গ্রহন ভারতের পক্ষে আর সম্ভব না। তবে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দেয়া প্রসঙ্গে সরকার জানিয়েছে ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।

কেন্দ্র আদালতকে আরো জানিয়েছে রোহিঙ্গারা কোনভাবেই তামিল শরনার্থীদের তূল্য নয়। কারণ ইন্দো-লঙ্কান চুক্তির মতো রোহিঙ্গা বিষয়ক কোন চুক্তিতে ভারত আবদ্ধ নয়। - ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়