শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপির

শিমুল মাহমুদ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার (২০ মার্চ) সারাদেশের জেলা ও মহানগর সদরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ  কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া একই দাবিতে আগামী বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ মার্চ) নয়াপল্টনের বিএনপির কেন্দীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন ।
ফখরুল ইসলাম বলেন, ক্ষমতাসীনদের দুঃশাসনের শ্বাসরুদ্ধকর এই পরিবেশ থেকে বাঁচতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে রাজপথের তুমুল আন্দোলনের কোন বিকল্প নেই। সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ ২ মাস স্থগিত করা হয়েছে। এই ২ মাস স্থগিতকরণে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, বহুত্ত্ববাদ দেশ থেকে ঝেঁটিয়ে একক কর্তৃত্বের শাসন প্রলম্বিত করার জন্যই গণতন্ত্রকে চূড়ান্তভাবে সমাহিত করে ফেলতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে এবং জামিন দিতে বিচারের ইতিহাসে নজীরবিহীন বিলম্ব ঘটানো হচ্ছে।
ফখরুল ইসলাম আরো বলেন,সর্বোচ্চ আদালত মানুষের ন্যায় বিচার পাওয়ার শেষ ভরসাস্থল। দেশবাসীর প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু সরকারের মাস্টারপ্ল্যানের বাইরে দেশে সাংবিধানিক কোন প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
 বিএনপির এই নেতা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে মনে হয় সরকার এক ভয়াল চক্রান্তজাল বুনছে। জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে তাঁকে দীর্ঘদিন বন্দী করে রাখার অশুভ নীলনকশার আলামত দেখা যাচ্ছে সরকারের অভিপ্রায় তাঁর জামিন নিয়ে গড়িমসি করার মাধ্যমে।
ফখরুল বলেন,মানুষের গণতান্ত্রিক অধিকার দাবি করার জন্যই বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুর নির্যাতন সইতে হচ্ছে। নাৎসী নির্যাতনের নতুন দৃষ্টান্ত এখন বাংলাদেশ। প্রতিকার পাওয়ার সুযোগ হুমকি দিয়ে বন্ধ করা হচ্ছে। সরকারের অভিপ্রায়েরই ফলাফল ফুটে উঠছে একের পর এক বিচারিক সিদ্ধান্তে।
তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে শুধুমাত্র ক্ষমতাসীনরাই পুনরায় ক্ষমতার মসনদে বসার স্কীম বাস্তবায়নে বেগম খালেদা জিয়াকে প্রধান অন্তরায় ভেবে রাষ্ট্রক্ষমতার জোরে তাঁকে বন্দী করে এখন কারাবাসকে দীর্ঘায়িত করার চক্রান্তে মেতে উঠেছে।
গণবিচ্ছিন্ন সরকার বন্ধুদের দেয়া পথনকশা অনুযায়ী আগামী ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত করতে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার এজেন্ডা নিয়ে এখন মাঠে নেমেছে। আর এই কারণেই দেশনেত্রীর কারামুক্তি নিয়ে ছলচাতুরী শুরু করেছে এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর ব্যাপক ক্র্যাকডাউন চালানো হচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়