শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বেপরোয়া আচরণ বন্ধে দরকার সুশাসন

আবু সাঈদ খান : আমাদের দেশের পুলিশের বেপরোয়া আচরণ এটি তো আর নতুন কিছু না। যখন কোন দেশে গণতন্ত্র না থাকে, রাজনীতিতে যখন ভারসাম্যতা না থাকে, রাষ্ট্রের পার্লামেন্ট যখন কার্যকর না থাকে, যখন সরকার ও বিরোধীদলের মধ্যে ভারসাম্য না থাকে, তখন বিভিন্ন শ্রেণির মানুষই আইন শৃংখলা বাহিনীর হাতে আক্রান্ত হবে, এটি স্বাভাবিক। পুলিশি হেফাজতে মানুষ মারা যায়, রাস্তা ঘাটে খুন হয়, হকারদের অবিচারে পিটানো হয়, সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে চড়াও হয় কিছু দুষ্কৃতিকারী, নিরপরাধ পথচারীদেরকে পিটানো হয়, যৌন হয়রানির শিকার হয়, সাংবাদিকদের উপর জিজ্ঞাসাবাদ করার কারণে হাত কড়া পড়িয়ে পিটানো হয়। এগুলো আমাদের সাথে হবেই।

আমাদের দেশের কিছু রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় এধরনের আচরণ করার সাহস পুলিশ পেয়ে থাকে। পুলিশ বেপরোয়া হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, আমাদের দেশে তাদেরকে ব্যবহার করা হয় রাজনৈতিক কাজে। রাজনৈতিক ব্যক্তিরা তাদের অন্যায় কাজ করার নির্দেশ দেয়। ফলে তারা অন্যায় করতে কোন ভয় পায় না। যখন একজন পুলিশ অন্যায় করলে পার পেয়ে যায়, তখন তারা এমনিতেই বেপরোয়া হয়ে যায়। আসল কথা হলো, আমাদের দেশে এখন কোন আইনের সুশাসন নাই বিধায়ই এধরণের কাজ হচ্ছে। তাই পুলিশের বেপরোয়া আচরণের সাথে সুশাসন খুবই জরুরী একটি বিষয়।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক/ মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়