শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৪:১২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ব্যবসায়িদের সাথে বর্ডার গার্ড সদস্যরা জড়িত

রাজেকুজ্জামান রতন : প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে লক্ষ লক্ষ ইয়াবা ধরা পড়ছে। এই ইয়াবাগুলো আসতেছে কক্সবাজার টেকনাফ দিয়ে। সেখান থেকে লক্ষ লক্ষ ইয়াবা ধরা পড়ছে। বাংলাদেশের মোট ১৫টি অঞ্চল দিয়ে ইয়াবা আসে। সেখানকার বর্ডার গার্ড ও পুলিশ কর্মকর্তা যারা থাকেন, তারা তৎপর থাকেন না। আমাদের দেশের বর্ডার গার্ড বাহিনী এদেশের ইয়াবা ব্যবসায়িদের সহযোগিতা করছে এবং তারা লক্ষ লক্ষ ইয়াবা আমাদের দেশে সরবরাহ করকে সহায়তা করছে। এছাড়া ইয়াবার সাথে জড়িত অনেক পুলিশ কর্মকর্তার নাম শোনা যায়।

তারা আমাদের দেশে ইয়াবা আসার জন্য সহযোগিতা করে থাকেন। এক সময় দেখা যাবে, আমাদের দেশে মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। এবং মাদকের প্রতি আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আসক্ত হয়ে পড়ছে। মাদকাসক্ত হলে, আমাদের মানবশক্তি শেষ হয়ে যাবে। মানবশক্তি শেষ হয়ে গেলে দেশে আর কিছু থাকবে না, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এই মাদক ব্যবসা করে এবং যে ব্যবসায়িদের নাম বিভিন্ন পত্রিকায় উল্লেখ করা হচ্ছে, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

পরিচিতি : কেন্দ্রিয় কমিটির সদস্য, বাসদ/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়