শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক তথ্য ফাঁস: উদ্বিগ্ন রিপাবলিকান আইনপ্রণেতারা

আব্দুর রাজ্জাক: মার্কিন সিনেটের রিপাবলিকান দলীয় কয়েকজন আইনপ্রণেতা ফেসবুক তথ্য ফাঁস হওয়ায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তথ্য ফাঁসের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য তারা রীতিমত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। ২০১৬সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৫কোটি গ্রাহকের ফেসবুকের তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল।

রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও জানান, ‘কিছু ইন্টারনেট কোম্পানি অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা ভুলে গেছে। তাই আমাদের আগামী দিনগুলোতে তাদের সম্পর্কে আরো বেশি জানতে। এমন ন্যাক্কারজনক কাজের জন্য আমি রীতিমত বিরক্ত।’

আরেকজন সিনেটর রান্ড পল বলেন, ক্যামব্রিজ এনালিকার মত কোম্পানিগুলো যদি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে তাহলে ফেসবুকের নিরাপত্তা নিয়ে যথেষ্ঠ প্রশ্ন থেকে যায়। ফেসবুকের আইন ভঙ্গ করা নিয়ে অনুসন্ধান করতে হবে এবং প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তা থাকতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, রাজনৈতিক ডাটা কোম্পানি ক্যামব্রিজ এনালিকা একটি এপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকদের ডাটাগুলো সংগ্রহ করেছিল। তারা ট্রাম্পের পক্ষে ভোটের অবস্থা বা ট্রাম্প সমর্থনের মাত্রা বিচার করার জন্য ডাটাগুলো সংগ্রহ করেছিল বলে কোম্পানিটির ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়