শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে মাদক ঢোকে পেঁয়াজ রসুনের বস্তায়

ডেস্ক রিপোর্ট : আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, দেশের ৬৮টি কারাগারে বন্দির সংখ্যা ৭৭ হাজার ১২৪ জন। এরমধ্যে জঙ্গি বন্দি ৫৭৭ জন। মোট বন্দিদের মধ্যে ৩৬.৯৭ শতাংশ মাদকের সঙ্গে সম্পৃক্ত। আর এই মাদক পাচারের সঙ্গে বন্দিদের পাশাপাশি কারা অধিদফতরের কিছু কর্মচারীও জড়িত রয়েছে। তবে গত এক বছরে এই সংখ্যা ২০ জনের বেশি হবে না। এসব কর্মচারীদের শাস্তির আওতায় আনা হয়েছে।

কারা সপ্তাহ-২০১৮ উপলক্ষে গতকাল রবিবার কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কীভাবে কারাগারে মাদক ঢোকে সে কথাও জানান আইজি প্রিজন। তিনি জানান, পেঁয়াজ, রসুনের বস্তার ভেতরে পাচারের সময় মাদক ধরা পড়েছে। এর বাইরেও নানা অভিনব কায়দায় মাদক নিয়ে যাওয়া হয়। এসব পন্থা ধরতেও আমাদের সময় লাগে।

তিনি বলেন, উন্নত দেশের কারাগারেও শতভাগ মাদক প্রবেশ বন্ধ সম্ভব হয়নি। আমাদের সক্ষমতার অভাব রয়েছে, আমাদের জনবল অনেক কম। এই কম জনবল দিয়ে আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তিনি জানান, জনবল ঘাটতির মধ্যেও মাদক নিয়ন্ত্রণের জন্য বডি স্ক্যানার বসানো হচ্ছে। বন্দিদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজ চালু রয়েছে। তবে এখন কিছুটা ধীর গতিতে হচ্ছে।

ধারন ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি : আইজি প্রিজন জানান, দেশে ৬৮টি কারাগারে মোট বন্দি ধারণক্ষমতা রয়েছে ৩৬ হাজার ৬১৪ জন। কিন্তু ১৫ মার্চ পর্যন্ত বন্দি আছে ৭৭ হাজার ১২৪ জন। নারী বন্দি ধারণক্ষমতা ১ হাজার ৬৭৪ জন। সেখানে নারী আছে দুই হাজার ৭৪৮ জন। পুরুষ ধারন ক্ষমতা ৩৪ হাজার ৯৪০ জন। কিন্তু আছে ৭৪ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি ১৪ হাজার ৪৩জন। জঙ্গি বন্দি রয়েছে ৫৭৭ জন। তবে তাদের ডিরেডিক্যালাইজড ( উগ্রপন্থা থেকে ফিরিয়ে আনা) প্রক্রিয়া শুরু করা এখনও সম্ভব হয়নি। আর বন্দি মায়ের সঙ্গে থাকা শিশু আছে ২৯৬ জন। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এক হাজার ৫৮৮ বন্দি কারাগারে মৃত্যুর প্রহর গুণছেন।

২০-২৬ মার্চ কারা সপ্তাহ: সংবাদ সম্মেলনে আইজি প্রিজন জানান, আগামী ২০ থেকে ২৬ মার্চ কারা সপ্তাহ পালিত হবে। ২০ মার্চ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই সপ্তাহ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এবারের কারা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সংশোধন ও প্রশিক্ষণ, বন্দির হবে পুনর্বাসন’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়