শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৯:৪২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা পেলে উল্টোভাবে দিন গণনা করা উচিত

নিজস্ব প্রতিবেদক : কেউ কোনো ক্ষমতাপ্রাপ্ত হলে, ওই দিন থেকেই তার উল্টো দিন গণনা করা উচিত বলে মন্তব্য করেছেন আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

খায়রুল হক বলেন, ক্ষমতা একদিন শেষ হবে। কেউ চিরস্থায়ীভাবে কোনো চেয়ারে থাকে না। তাই চেয়ারে বসার দিন থেকেই রিভার্স ওয়েতে দিন গণনা করলে কাজগুলো ভালোভাবে শেষ করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘আমি প্রধান বিচারপতি ছিলাম মাত্র সাত মাস। শপথ গ্রহণের দিন থেকেই আমি অবসরের কথাও ভাবতে শুরু করেছিলাম। প্রতিদিন ক্যালেন্ডারে আর কত দিন বাকি আছে তা লিখে রেখেছি। দিন হিসাব করে পরিকল্পনা করেছি। তাই আমার তেমন একটা কষ্ট হয়নি। নিজের পরিকল্পনাগুলোর বেশির ভাগই আমি বাস্তবায়ন করতে পেরেছিলাম।’ বর্তমানে আইন কমিশনের দায়িত্ব পালনকালেও একইভাবে উল্টো দিন গণনা করেন বলে জানান সাবেক এই প্রধান বিচারপতি।

বিচারপতি এ বি এম খায়রুল হক হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ১৯৯৮ সালের ২৭ এপ্রিল। স্থায়ী হন ২০০০ সালের ২৭ এপ্রিল। এরপর ২০০৯ সালের ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। হাই কোর্টে বিচারপতি থাকা অবস্থায় খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করেন। এ ছাড়া সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষণা ও ঘোষক সম্পর্কিত মামলা, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, ঢাকার চার প্রধান নদী রক্ষা, ঢাকার ট্যানারি স্থানান্তর এবং আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার, ফতোয়াসহ বিভিন্ন আলোচিত মামলার রায় আসে খায়রুল হকের আদালত থেকেই। বাংলা ভাষায় একাধিক রায় দিয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান এ বি এম খায়রুল হক। ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়