শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৯:০২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দিনেই হবে সংসদ নির্বাচন

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচন একদিনেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, আরপিও (নির্বাচন পরিচালনা আইন) অনুযায়ী নির্বাচন একদিনেই অনুষ্ঠিত হবে। গতকাল ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

এর আগে শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী সারা দেশে কয়েক ধাপে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনার কথা জানান। এ বিষয়ে ইসির কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার সচিব বলেন, আগামী সংসদ নির্বাচন ৩০০ আসনে আরপিও অনুসারে একদিনেই হবে। অর্থমন্ত্রী বলেছেন আমি তা শুনেছি। তবে এ ধরনের পরিকল্পনা কমিশনের আপাতত নেই। একদিনেই ভোট হবে। আমাদের কাছে সরকার থেকে কোনো মেসেস আসেনি।

এদিকে গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে মাঠ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সভায় সব ভোটকেন্দ্র পরিদর্শন করে দ্রুত ইসির কাছে রিপোর্ট দিতেও বলা হয়েছে। সেই সঙ্গে ভোটার তালিকার ভুল-ত্রুটি সংশোধনসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই সভায় মাঠ কর্মকর্তাদের কাছে নতুন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কার্যক্রম তুলে ধরে বলা হয়, ভোটকেন্দ্রের জন্য নতুন নীতিমালা তৈরি এবং জনগণের আস্থা অর্জনের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। মতবিনিময় সভায় ইসির দশ আঞ্চলিক কর্মকর্তা, ৬৪ জেলা নির্বাচন কর্মকর্তারা ও উপজেলা নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।

ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি সচিব সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি। সামনের স্থানীয় সরকার নির্বাচন ও সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহারের নির্বাচন কমিশনের আগ্রহ আছে।

আমরা ইভিএম সম্পর্কে ভোটারদের অবহিত করছি। নিবন্ধিত রাজনৈতিক দলের যাচাই-বাছাইয়ের কমিটির অগ্রগতি কেমন জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, বর্তমানে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের কাছে আমরা কিছু প্রতিবেদন পেয়েছি।

নতুনভাবে রাজনৈতিক দল নিবন্ধনের ব্যপারে আমরা আবেদন চেয়েছিলাম। নিবন্ধন পেতে অনেক দল আবেদন করেছে। সোমবার (আজ) নির্বাচন কমিশন সভা আছে সেখানে বিষয়গুলো স্থাপন করা হবে। পরে এ বিষয়ে জানাতে পারব।

সচিব বলেন, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সারা দেশে যে ভোট কেন্দ্র আছে সেগুলো পরিদর্শন করে আমাদের কাছে প্রতিবেদন দিতে বলেছি। সেখানে কোনো সমস্যা আছে কিনা। সরেজমিন তাদের দেখতে বলেছে কমিশন। এটা ছিল সকালের আলোচনা। আর বিকালের আলোচনা ছিল আগামী ২৯ মার্চ বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিছু পৌরসভা নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন হবে।

সেগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এক প্রশ্নে জবাবে সচিব বলেন, প্রতিবেদন দেওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ দেইনি আমরা। ভোট কেন্দ্রের ব্যাপারে আমরা বলেছি। সুবিধাজনক জায়গায় ভোটকেন্দ্র করার ব্যাপারে মতামত জানতে চেয়েছি। নতুন ভোট কেন্দ্র করতে নতুন নীতিমালা করার পরামর্শ দিয়েছে তারা। তিনি বলেন, জুলাইয়ের মধ্যে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। এজন্য ভোটার তালিকার সিডি তৈরি প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়