শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শি জিংপিং এর নীতিমালা পরিবর্তন

নূর মাজিদ: আজীবনের প্রেসিডেন্ট শি জিংপিং এর লক্ষ্য বাস্তবায়নে চীনা সরকার কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। গত শনিবার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস এসেম্বলি এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছে।

নতুন এই কাঠামোগত পরিবর্তনের আওতায় থাকছে বিশেষ শক্তিশালী ও বৃহৎ আকারের পরিবেশ মন্ত্রালয়, যা দেশটির ক্রমবর্ধমান পরিবেশদূষণ রোধ করতে কার্যকরী ভূমিকা রাখবে। তবে মুলত, চীনা সরকার ও প্রশাসনের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যেই এই প্রস্তাব পাশ করা হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ১৯৭০ এর দশকে মাও সেতুং শাসনের পর এই প্রথম চীনা শাসন কাঠামোয় এত বড় পরিবর্তন আনা হচ্ছে।

চীনা সরকারি গণমাধ্যম জানিয়েছে নতুন এই পরিকল্পনার আওতায় সরকারি মন্ত্রালয়গুলিকে ৮টি প্রধান মন্ত্রলয়ের অধীনে আনা হবে, ফলে সরকারি কাজের গতি ও সক্ষমতা বৃদ্ধি পাবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চীন অধ্যয়ন কেন্দ্রের প্রধান রানা মিত্র বলেন, 'আপাতদৃষ্টিতে এটাই মনে হচ্ছে প্রেসিডেন্ট শি’র ইচ্ছানুসারে দুর্নীতি দমন, অর্থনৈতিক পুনর্গঠন এবং পরিবেশগত সুরক্ষার উপর কেন্দ্র করেই এই পরিবর্তন আনা হচ্ছে।'

রানা মিত্রের মতে,নতুন এই পরিবর্তনগুলোর ফলে চীন আরো নিয়ন্ত্রিত এবং সহজে অনুমান করা যায় এমন এক শাসনকাঠামো প্রবর্তন করবে, ফলে বিনিয়োগকারীদের জন্য ব্যবসানুকুল পরিবেশ সৃষ্টিতে তারা সক্ষম হবে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়