শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফরিন শহরের কেন্দ্রের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে: এরদোগান

নূর মাজিদ:তুরস্ক সমর্থিত সিরিয় বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা আফরিন শহরের প্রাণকেন্দ্রের নিয়েন্ত্রণ নিয়ে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তুরস্কের সেনাবাহিনীর সহায়তায় ফ্রি সিরিয়ান আর্মি শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বলেই দাবী করেন তিনি।
গত ২০ জানুয়ারি তুরস্ক ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজি কুর্দি গেরিলাদের বিরুদ্ধে আপারেশন অলিভ ব্রাঞ্চ নামের এই সামরিক অভিযান শুরু করে তুর্কী সামরিক বাহিনী। কুর্দি গেরিলাদের হাত থেকে আফরিনের নিয়ন্ত্রণ নেয়ার জন্যই তারা এই অভিযান পরিচালনা করে।
তুর্কী সেনাবাহিনীর অব্যাহত বিমান ও স্থল বাহিনীর হামলার মুখে কুর্দি গেরিলারা 'কুকুরের মত লেজ গুটিয়ে পালিয়ে গেছে' বলে উল্লেখ করেছেন এরদোগান।
এদিকে তুর্কী প্রেসিদেন্টের এই ঘোষণার পূর্বেই দেশটির সেনাবাহিনী আফরিন শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলো। প্রেস রিলিজটিতে বলা হয় শহরটির কেন্দ্রের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর এখন সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল বিদ্রোহীদের পেতে রাখা ফাঁদ ও মাইন মুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।
এছাড়াও, রোববার তুর্কী সেনাবাহিনী টুইটারে আফরিন অভিযানের এক ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় আফরিন শহরের মধ্যস্থলে একটি বাড়ির বারান্দায় তুর্কী পতাকা উড়ছে। এছাড়াও, সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা সবার আগে আফরিনে প্রবেশ করেছে বলেই জানিয়েছে তারা। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়