শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলার স্বাধীনতা এক সূত্রে গাথা: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলার স্বাধীনতা এক সূত্রে গাথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। দেশ স্বাধীন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা গুলো বলেন মন্ত্রী।

রেলপথ মন্ত্রী বলেন, একমাত্র বঙ্গবন্ধু দেশের মানুষের মুক্তির কথা ভাবতেন। তিনি জেল কিংবা মৃত্যু কোন কিছুরই ভয় পেতেন না। বঙ্গবন্ধুর কন্যা একই ভাবে জনগণের কল্যাণের কথা ভেবে দেশ পরিচালনা করছেন। দেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে।

অনুষ্ঠানে আলোচনা করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম.ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ সাগর, চলচ্চিত্র ও টিভি অভিনেতা মো. খালেকুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন মো. এমরান এইচ চৌধুরি।

এর পূর্বে রাজধানী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়