শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে সরকারের ঋণ ২১ ট্রিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : বিশ্বের নেতৃস্থানীয় ঋণদাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারের ঋণ দাঁড়িয়েছে ২১ ট্রিলিয়ন ডলার। মার্কিন সরকারের এত বিপুল পরিমাণ ঋণ সন্দেহজনক মাইলফলক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই প্রথমবারের মত মার্কিন সরকারের ঋণ ২১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত ৬ মাস আগে এ ঋণ ছিল ২০ ট্রিলিয়ন ডলার। দেশটির সরকারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানিয়েছে রুশ মিডিয়া স্পুটনিক।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বাণিজ্য মন্ত্রী পিটার পিটারসন সরকারের এত বিপুল পরিমান ঋণ সম্পর্কে বলেছেন, এটি কেবল শুরু মাত্র। মাত্র ৬ মাসে সরকারের ঋণ আরো ১ ট্রিলিয়ন বৃদ্ধিকে তিনি দুভ্যাগ্য হিসেবে অভিহিত করে বলেন, দায়িত্বহীনভাবে ট্রাম্প প্রশাসনের কর কাঠামো বিন্যস্ত করাই এর মূল কারণ। সরকারের খরচ বৃদ্ধিরও সমালোচনা করে তিনি বলেন, এটি অনিশ্চিত বিয়োগগাঁথা ছাড়া আর কিছুই নয়।

এদিকে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ জানিয়েছে দেশটির ভোক্তাদের ক্রেডিট কার্ড ঋণ দাঁড়িয়েছে ১২.৭৩ ট্রিলিয়ন ডলার। মার্কিন নাগরিকদের জীবন যাপন মান উন্নত করতে বিভিন্ন ধরনের বন্ধকী ও গাড়ি ক্রয়ে ঋণ এর মধ্যে অন্যতম। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঋণের সীমায় স্থগিতাদেশ দিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেন। এর ফলে সীমাহীন ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকার আগামী বছরের পহেলা মার্চ পর্যন্ত সুযোগ পাচ্ছেন।
এছাড়া মার্কিন বাজেটে ঘাটতির পরিমাণ গত ফেব্রুয়ারি মাসে ২১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যা এর আগের বছরে একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়