শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম একবারই

এম এ রাশেদ: ইতোমধ্যে ক্রিশ্চিয়ানোর বয়স হেয়ে গেছে ৩৩। খুব বেশি হলে আরও দু-তিন বছর। তারপরই বুট জোড়া তুলে রেখে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে যাবেন শুধুই ইতিহাসের অংশ। হয়ে যাবেন সাবেক। এরপর? এরপর আরেকজন ক্রিশ্চিয়ানো রোনালদো কি আসবে না? বিশ্ব ফুটবল কি পাবে না, একজন রোনালদোকে? অন্যদের পক্ষে উত্তর দেওয়াটা অসম্ভব হতে পারে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরটা জানাই। তার মতে, ফুটবলে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম একবারই। রোনালদো একবারই এসেছিল। বারবার আসবে না। তাই প্রকাশেই বিশ্বকে জানিয়ে দিলেন, চাইলেও কেউ আরেকজন ক্রিস্তিয়ানো রোনালদো হতে পারবে না। কখনোই না।

গত ডিসেম্বরে পঞ্চম বারের মতো ব্যালন ডি’অর পাওয়ার পরই নিজেকে সর্বকালের সেরা বলে ঘোষণা করেন রোনালদো। রিয়ালের পর্তুগিজ সুপারস্টার দৃঢ় কণ্ঠে দাবি করেন, ‘আমিই সর্বকালের সেরা। আমার চেয়ে ভালো কেউ নেই।’ অতীতের কেউ তো নয়, হালের মেসি-নেইমারও তার মতো ভালো নয় বলে দাবি করেন রোনালদো।

তার সেই মন্তব্যকে দাম্ভিকতা, উদ্ধত হিসেবেই দেখেন অনেকে। প্রকাশ্যে বিরোধিতা না করলেও আড়ালে ভ্রু কুচকেছেন অনেকেই। হেসেছেন বিদ্রুপের হাসি। মেসির অনুসারিরা আবার জবাব দিয়েছে অন্য পথে হেঁটে। রোনালদোর সর্বকালের সেরার দাবির জবাবে তারা সর্বকালের সেরা ঘোষণা করেছেন মেসিকে।
কিন্তু কে কি বলল বা করল, তা নিয়ে ভাবতে বয়েই গেছে রোনালদোর। রিয়াল তারকা বরং আরও একবার বিশ্ববাসীকে ভালো করে জানিয়ে দিলেন, তার সঙ্গে কারো তুলনা হয় না। কেউই তার মতো প্রতিভাবান নয়।

নিজের ঢোল নিজে পেটাতেও যোগ্যতা লাগে। রোনালদোর সেই সামর্থ-প্রতিভা আছে। আছে বলেই প্রকাশ্যে ‘সর্বকালের সেরা’র ঘোষণা দেওয়ার পরও প্রকাশ্যে তার প্রতিবাদ জানাননি কেউ। কেউ প্রকাশ্যে সমালোচনার ঝাপি খুলে বসার সাহসও দেখাতে পারেননি।
উল্টো রোনালদোই আরেকবার নিজের ঢোল নিজে পেটানোর হিম্মত দেখালেন! বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রি প্রস্তুত কারক প্রতিষ্ঠান নাইকি’র এক প্রচারণা অনুষ্ঠানে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী স্পষ্ট সুরে বলেছেন, ‘সেই ছোটবেলা থেকেই আমি বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতাম। তা সবাইকে বলতামও। বন্ধুরা আমার দিকে তাকিয়ে বলত ‘তুমি এসব কি বলছ? আমি মজার জন্যই ফুটবল খেলতাম বটে। তবে আমি মনে মনে ভাবতাম আমার সামর্থ আছে। কাজেই সেই লক্ষ্য নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা শুরু করি।’
অন্যদের তুলনায় নিজেকে প্রতিভাবান দাবি করে বলেছেন, ‘আমার মতো প্রতিভা, আমার মতো আত্মনিবেদন, কাজের প্রতি আমার মতো একাগ্রতা আর কারো মধ্যে দেখিনি। কাজেই কেউই আমার সঙ্গে তুলনায় যায় না। কেউই আরেকজন ক্রিস্তিয়ানো রোনালদো হতে পারবে না। আপনি হবেন আপনার মতো। কিন্তু আমি আমিই।’
উল্লেখ্য, অনুষ্ঠানে নিজের নতুন বুটজোড়ার উদ্বোধন করেছেন রিয়ালের পর্তুগিজ তারকা। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়