শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড স্তব্ধ হয় যে গ্রাম

সাঈদা মুনীর : জাতীয় সঙ্গীত চালানো নিয়ে যখন  বিশ্বজুড়ে  বিতর্ক, ঠিক সেই সময় দৃষ্টান্ত স্থাপন করল ভারতের নদিয়ার একটি অখ্যাত গ্রাম। জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড স্তব্ধ থাকে।

খবরে প্রকাশ, নদিয়া জেলার অভয়নগর গ্রামের বাসিন্দারা প্রতি কাজের দিন সকাল ১০টা ৫০ মিনিটে ৫২ সেকেন্ডের জন্য সব কাজ বন্ধ করে দেন কারণ, তখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

বাড়ি হোক বা রাস্তা সব জায়গায় ওই সময় যেন স্তব্ধ হয়ে যায়। মোটরসাইকেল বা অটোয় চড়া যাত্রী, সাইকেল আরোহী হোক বা পথচারী সকলেই নিজের জায়গায় থেমে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন।

জানা গেছে, সকালে সবাই মিলে গোটা গ্রামে গাইতে শুরু করেন। গ্রামের অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ওই সময় জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে, যা লাউডস্পিকারের মাধ্যমে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। আর তখনই সবকাজ ফেলে গানে গলা মেলান গ্রামবাসীরা।

স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, আমাদের মনে হয়েছিল, এর ফলে ছাত্র ও বাসিন্দাদের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম জাগবে। আমরা গ্রামবাসীদের অনুরোধ করি, যেখানেই যে থাকুন না কেন, তাঁদের সন্তানরা যখন স্কুলে জাতীয় সঙ্গীত গাইবে, তখন তাঁরাও গলা মেলাবেন। সকলেই ওই প্রস্তাবে রাজি হন। সেই থেকে এই প্রথা চলে আসছে। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়