শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার মতো ভারতকেও হারিয়ে দিতে চাই 

ইউসুফ খান : আমরা সব সময়ের জন্য দেখি, শ্রীলঙ্কায় যতো খেলা হয়, সকল খেলায় তারা শ্রীলঙ্কান অ্যাম্পায়ারদেরই নেয়। বাইরের আম্পায়ার কে তারা নেয় না। শ্রীলঙ্কান অ্যাম্পায়ার রা বাংলাদেশকে হারানোর জন্য মাঠে নেমেছে, তা আমি বলব না, কিন্তু আমার কাছে মনে হয়েছে, কিছু কিছু গুরুত্বপুর্ণ জায়গায় আমরা আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত টা আম্পায়ারের নিকট থেকে পাইনি। সিদ্ধান্ত গুলো আমাদের বিপক্ষে চলে গেছে। ত্রিদেশিয় টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। আমাদের যে মানসিক অবস্থা, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বড় একটি রানের স্কোর কে টপকিয়ে জিততে সক্ষম হয়েছি।

সেই জয়ে থেকেই আমাদের মানসিক অবস্থা, প্রস্তুতি ও চিন্তাধারা অনেক উপরে চলে গেছে। আমাদের একটি বড় দূর্বলতা ছিল যে, আমরা বাইরের মাঠে কোন বড় জয় আমাদের ছিল না, কিন্তু এবার বড় রান টপকিয়ে আমরা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। যেহেতু ভারত একটি প্রভাবশালি দল, ক্রিকেটে তাদের একটি আধিপত্য আছে, সে জায়গা থেকে ভারত হয়তো চাইবেই দু’একটি সিদ্ধান্ত বাংলাদেশ দলের বিপক্ষে দিতে। কিংবা নিজেদের পক্ষের আম্পায়ার মাঠে নামাতে। তবে আমার মনে হয় না যে, এ ধরনের কোন কার্যকলাপ আমাদের বড় কোন ক্ষতি করতে পারবে।

আমাদের মানসিকতা যতটুকু শক্ত অবস্থানে দাড়িয়েছে, যদি তাদের কোন ভুল সিদ্ধান্তে আমাদের দু’একটি প্লেয়ার বাইরেও চলে যায়, তবে তাতেও কোন প্রভাব ফেলবে না। আমরা জিতব, তবে এমন টা যেন না হয়, আমরা খুব সহজভাবে জিতে গেছি। গাছের মাথায় উঠিয়ে ফেলে দিলে যেমন ব্যথা বেশি লাগে, আমি চাই ভারতের সাথে একটি হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে জিততে এবং শেষ মুহুর্তে তাদের হারিয়ে দিতে। শ্রীলঙ্কাকে যেমন শেষ মুহুর্তে হারিয়েছি, ভারতকেও চাই সে ভাবেই হারাতে।

পরিচিতি : ক্রিকেটার, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ‘এ’ দল /মতামত গ্রহণ : মাহবুবুল ইসলাম/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়