শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিকানা দ্বন্দ্বে অবরুদ্ধ হয়ে আছে ওয়াসার কল্যাণপুর স্টেশন

জুয়াইরিয়া ফৌজিয়া: ঢাকা ওয়াসার কল্যাণপুর পাম্পিং স্টেশন এখন ভূমির মালিকানা দ্বন্দ্বে অবরুদ্ধ হয়ে আছে। তবে নগর ভবন দাবি করছে, জেলা প্রশাসনের বরাদ্দ দেয়া উত্তর সিটি করপোরেশনের এই জমিতে দেয়াল নির্মাণ করেছে ঢাকা ওয়াসা। এদিকে ওয়াসার দাবি, ৯০ এর দশকে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকানা ওয়াসারই। তবে নতুন করে জরিপের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এই দুই প্রতিষ্ঠান।

২০১৭ সালের শুরুর দিকে গাবতলী থেকে মোহাম্মদপুর পর্যন্ত এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে নিজস্ব জমি উদ্ধার শুরু করে উত্তর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে ঢাকার অন্যতম বড় পাম্পিং স্টেশনের সীমানা দেয়াল ভেঙ্গে নতুন বেষ্টনী দেয় ডিএনসিসি।

ওয়াসার কর্মীরা বলেন, কঠিন বর্জ্যে ভরাট হওয়া সংরক্ষণাগার ও পার্শ্ববর্তী খাল বর্ষার আগেই পরিষ্কর করতে হবে। পাম্প চত্বরে কোন পরিবহন ঢুকতে না পারায় এ বর্জ্য সরানো সম্ভব নয়। জলাধারে পানি এসে জমতে না পারলে শহরের ভেতরে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। তিনটি রাস্তা ছিল সব বন্ধ করে দিয়েছে। খালের ময়লা গাড়িতে করে নিয়ে যাওয়া হতো সেই রাস্তাও বন্ধ।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো.আমিনুল ইসলাম বলেন, তারা তো উদ্যোগ নেয়নি। আমাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি। তারা উদ্যোগ নিলে আমরা একবারের জায়গায় ৩ বার জরিপ চালাবো।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, অচিরেই এটার মীমাংসা করতে বলবো। কোন অবস্থাতেই কোন বিষয় বাঁধা হয়ে দাঁড়াবে না।

ঢাকা ওয়াসা জানায়, ১৭০ একর জমির শুধু পশ্চিম দিকই নয় পূর্বদিকে বেদখল হওয়া অংশ উদ্ধার করে সীমানা প্রাচীর দেয়া এবং সংরক্ষণাগারের আয়তন বাড়ানোর প্রকল্পের কাজও শিগগিরই শুরু হবে। বর্ষা মৌসুমের আগেই বিষয়টি মীমাংসা করার প্রক্রিয়া চলছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়