শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ১০:০১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই: সিপিআই (এম)

ডেস্ক রিপোর্ট : ত্রিপুরা রাজ্যে বর্তমানে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন সি পি আই (এম) দলের স্পোকপার্সন গৌতম দাস। বি জে পি ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকে সি পি আই দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ চলছে।

শাসক দলের দুষ্কৃতিদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে থাকা সি পি আই (এম) দলের অফিসগুলি। এগুলোতে আগুন লাগানো হচ্ছে। এমনকি জোর করে দখল করে নিচ্ছে।

শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় আগরতলার মেলারমাঠ এলাকার সি পি আই (এম) ত্রিপ‍ুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন, রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখতে এদিন সি পি আই (এম) দল'র একটি টিম খোয়াই জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখে। জেলার বেশির ভাগ অফিস আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কিছু কিছু অফিস দখল নিয়েছে বি জে পি এবং আই পি এফ টি দল।

এমনকি সি পি আই (এম) দলের বিভিন্ন অফিসে অস্ত্র আছে অভিযোগ এনে জোর করে পুলিশ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন গৌতম দাস।

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সি পি আই (এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জীতেন্দ্র চৌধুরী।

এসময় তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে দিল্লী যাবার নাম করে আই পি এফ টি দলের কর্মীরা জোর করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার রুপি সংগ্রহ করছে বলেও অভিযোগ করেন। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়