শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৭:৫০ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলের বিশাল জয়ে সালাহর ৪

স্পোর্টস ডেস্ক: জ্বলে উঠলেন দারুণ ফর্মে থাকা মোহামেদ সালাহ। মিশরের এই ফরোয়ার্ডের চার গোলে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

শনিবার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের একাদশ স্থানের দল ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারিয়েছে লিভারপুল। রবের্তো ফিরমিনোর অপর গোলটিতেও অবদান রাখেন সালাহ।

ছন্দে থাকা সালাহর নৈপুণ্যে ম্যাচের শুরুটা দারুণ হয় লিভারপুলের। চতুর্থ মিনিটে সাদিও মানের পাস পেয়ে দুরূহ কোণ থেকে দলকে এগিয়ে দেন তিনি। আর ৪৩তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিশরের এই ফরোয়ার্ড।

গত জুনে রোমা থেকে আসা সালাহ এই নিয়ে লিভারপুলের জার্সিতে সব মিলিয়ে ৩৪ গোল করলেন। যা ক্লাবের ইতিহাসে অভিষেক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে সালাহর ক্রস ছয় গজ বক্সে পেয়ে লাফিয়ে উঠে ফ্লিকে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

৭৭তম মিনিটে ডি-বক্সের মধ্যে সাদিও মানের ছোট পাস পেয়ে একজনকে কাটিয়ে ঘিরে থাকা খেলোয়াড়দের মধ্যে দিয়ে বাঁ পায়ের শটে লিভারপুলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। আর ৮৫তম মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

চলতি মৌসুমের লিগে এই নিয়ে সর্বোচ্চ ২৮ গোল করলেন সালাহ।

৩১ ম্যাচে ১৮ জয় ও নয় ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে লিভারপুল। এক ধাপ নিচে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩০ ম্যাচে ৬১।

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩০ ম্যাচে ৮১। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়