শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সজলের

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পাঁচ দিন পরেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সজল চৌধুরীর। পরিবারের অভিযোগ ১১ মার্চ সন্ধ্যায় ডিবি পরিচয়ে ১০ থেকে ১২ জন লোক তুলে নিয়ে যায় তাকে। এ নিয়ে জিডি করতে গেলেও নেয়নি পুলিশ। এদিকে, ডিএমপি কমিশনার বলছেন, যথাযথ জায়গায় অভিযোগ করলে সজলের বিষয়টি খতিয়ে দেখবেন তারা।

জাহাজ ভাঙা ব্যবসার সঙ্গে যুক্ত সজল চৌধুরী স্কুল পড়ুয়া ছেলে আর মাকে নিয়ে ভাড়া থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায়। পরিবারের অভিযোগ গেলো রোববার সন্ধ্যায় ডিবি পরিচয়ে একদল লোক বাসায় এসে হাতকড়া পড়িয়ে নিয়ে যায় তাকে। যাওয়ার সময় খুলে নিয়ে যায় নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ডিভাইসটিও।

শনিবার সজলের বাসায় গিয়ে দেখা যায় কেউ নেই সেখানে। বাসার গ্যারেজে এবং সামনের সড়কে পড়ে রয়েছে সজলের দুটি গাড়ি। বাসার সামনে দুটি নিরাপত্তা ক্যামেরা থাকলেও ফুটেজ সংরক্ষণের ডিভাইস খুলে নেয়ায় নেই সজলকে তুলে নেয়ার কোনো ছবি। ঘটনার বর্ণনা পাওয়া যায় নিরাপত্তা কর্মীর মুখে।

নিরাপত্তা কর্মী এমদাদ আলী বলেন, 'তারা কার্ড দেখিয়ে বললেন আমরা ডিবির লোক। তাদের সাথে পিস্তল দেখেছি। তারা আমাকে ভিডিও মেশিন দিতে বলছে। আমি জানিনা বললে আমার কোমরে লাথি মারছে।'

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ পেলে ব্যবসায়ী সজলকে তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখবেন তারা।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, 'যে কোনো অভিযোগ করলে, নির্দিষ্ট ধারায় মামলা করবো। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।'

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরো বলেন, গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে অভিযানে গেলেও সব সময় ডিবি লেখা জ্যাকেট পরা থাকে।

-সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়