শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠক বয়কট করেছে পাকিস্তান

লিহান লিমা: সোমবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠক বয়কট করেছে পাকিস্তান। ভারতে পাকিস্তানের কূটনৈতিক ও তার পরিবারকে হয়রানির অভিযোগ তুলে শনিবার এই বৈঠক বয়কট করার কথা জানায় ইসলামাবাদ।

এর আগে ফেব্রুয়ারিতে ১৯-২০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী পারভেজ মালিককে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। ইসলামাবাদ তখন এই আমন্ত্রণ গ্রহণ করলেও সোমবার দেশটি জানায়, ‘পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কূটনৈতিক ও তার পরিবারকে হয়রানি করার পর আমরা আর বাণিজ্য মন্ত্রীকে ভারতে পাঠাতে পারি না।’ প্রসঙ্গত, এই বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, বাংলাদেশসহ ৫০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
তারা আরো জানায়, ভারতের ‘লাইন অব কন্ট্রোল’ এর সীমারেখার মধ্যে থাকা উচিত, তাদের সীমালঙ্ঘন বেসামরিক নাগরিকদের মৃত্যু ডেকে আনছে। এছাড়া ভারতের কাশ্মিরেও সহিংসতা বন্ধ করতে হবে।

পাকিস্তান ইতিমধ্যেই ভারতে নিযুক্ত তাদের হাই কমিশনার সোহেইল মেহমুদকে দেশে তলব করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘নয়াদিল্লিতে বারবার কূটনৈতিক ও তাদের পরিবারদের হেনস্তা বন্ধ না করা পর্যন্ত হাই কমিশনার দেশেই থেকে যাবেন।’ইয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়