শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় কৃষি নীতিতে বাণিজ্যিক চাষাবাদে দক্ষ কৃষকদের ঋণ দেয়ার বিধান রাখতে হবে

মতিনুজ্জামান মিটু : জাতীয় কৃষি নীতিতে বড় কৃষক ও বাণিজ্যিক চাষাবাদে দক্ষ কৃষকদের বড় আকারের ঋণ দেয়ার বিধান রাখতে হবে। একই সঙ্গে কৃষি কাজে অংশ গ্রহণ নিশ্চিতের জন্য কৃষি নীতিতে বেকার শিক্ষিত যুবকদেরও বড় ঋণ দেয়ার ব্যবস্থা রাখা দরকার। এক্ষেত্রে বেকার কৃষিবিদদের অগ্রাধিকারের সুযোগ থাকতে হবে বলে জানিয়েছেন অভিজ্ঞ কৃষি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম বলেন, কাংখিত পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদনের লক্ষ্য পূরণে শিক্ষত যুবকদের কৃষিতে অংশগ্রহণ নিশ্চিতের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী। দেশে বর্তমানে বহু যুবক কৃষিতে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে চাকুরির অভাবে বেকার অবস্থায় অলস এবং হতাশাজনক দিন কাটাচ্ছে। এদেরকে কাজে লাগানো গেলে দেশের কৃষিতে যুগান্তকারি পরিবর্তন আসবে। বড় ঋণ দিয়ে আত্মকর্মক্ষম করে গড়ে তোলা গেলে এরাও বহু মানুষের কর্মের সংস্থান করতে পারবে।

এছাড়া সময়ের চাহিদা পুরণে কৃষি নীতি ২০১৮ তে পাহাড়ী ও নতুন জেগে ওঠা চরের জমিতে বড় বাণিজ্যিক বিনিয়োগের সুযোগ সৃষ্টির ব্যবস্থা এবং কৃষি পণ্য পরিবহনের সময় চাঁদাবাজী ও হয়রানী বন্ধের ব্যবস্থা কৃষি নীতিতে অন্তর্ভূক্ত করতে হবে। সুস্পষ্ট করতে হবে গুড এগ্রিকালচারাল প্রাকটিচ (গ্যাপ) ও নিরাপদ ফসলের তথা নিরাপদ খাদ্যের সংজ্ঞা। কৃষি পণ্য রপ্তানীর ক্ষেত্রে নারিকেলের ছোবড়ার গুঁড়া অথবা অন্যান্য অপ্রচলিত পণ্যে ট্যাক্স হলিডে বা সাবসিডি দেয়ার কথাও থাকতে হবে এই নীতিতে। কৃষি জমি যাতে অকৃষি কাজে ব্যবহৃত না হয় এবং শষ্য বীমার সুষ্পষ্ট নীতিও দরকার। দরকার স্বল্প জায়গায় আধুনিক বাজার গড়ে তোলার ব্যবস্থা সংক্রান্ত নীতি। থাকতে হবে কুল চেইন এবং সরবরাহ চেইনের আরো সুষ্পষ্ট নীতিমালা।

দরকার বিলুপ্তপ্রায় এবং অপ্রচলিত ও অমৌসুমী ফলের করণীয় সম্পর্কের বিধান। থাকতে হবে কৃষির জন্য বিশেষ করে ফল, মসলা, ঔষধী ও সবজী প্রক্রিয়াকরণের নীতি। পিপিপি এর মাধ্যমে কৃষি গবেষণা, কৃষি প্রকল্প, কৃষি শিল্প স্থাপনের নীতিও রাখা জরুরী। রাখতে হবে ভেজাল সার ও কীটনাশক বাজারজাতকরণ রোধের প্রয়োজনীয় নীতিমালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়