শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশি নির্যাতনের বিচার বিভাগীয় তদন্তের দাবি সাংবাদিক নেতাদের

সুশান্ত সাহা : ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, বরিশাল পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ইঙ্গিত ছাড়া ডিবিসি’র ক্যামেরাপারসন সুমন হাসানের উপর হামলা হয়নি । তিনি বলেন, পুলিশ হেফাজতে যে হামলা হয়েছে তার জন্য অবশ্যই উর্ধ্বতন কর্মকর্তাদের ইঙ্গিত রয়েছে। না হলে এমনভাবে হাতকড়া পড়িয়ে কেন নির্যাতন করা হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, ইউনিফর্ম কি তাদের খারাপ ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ অপরাধ করলে তদন্ত কমিটিতে শুধু পুলিশ রাখলে হবে না। অবশ্যই সাংবাদিক সমাজের প্রতিনিধি রাখতে হবে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজিত বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামেরাপারসন সুমন হাসানের উপর পুলিশের অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী জানান।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, পুলিশ যে শাস্তির পদক্ষেপ নিয়েছে তা হাস্যকর। এর মাধ্যমে আমাদের অপমান করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান বলেন, সংবাদপত্রের স্বাধীনতার ওপর পুলিশ বাহিনী সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি বলেন, পুলিশের দ্বারা সাংবাদিক নির্যাতন ক্রমেই বাড়ছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই সংস্কৃতি চালু হয়েছে। এই শাস্তি যেন আই ওয়াস না হয় সে দিকে নজর রাখতে হবে। একই সঙ্গে পুলিশ এমন কোন অন্যায় নেই করছে না। এ জন্য তারা প্রধান প্রতিপক্ষ সাংবাদিকদের বানিয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, পুলিশের বর্বর হামলার জন্য যে তদন্ত করা হয়েছে তা লোক দেখানো। ঢাকা সাংবাদিক ইউনিয়িনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, পুলিশ বিভাগের সেই সকল সদস্যদের প্রতি নিন্দা জানাচ্ছি যারা সাংবাদিকদের সংকটে ফেলছে। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে। এর সমাধান পুলিশকেই করতে হবে।

বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জার পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাসান আরেফিন, সমিতির সহ-সভাপতি মাহমুদ আল ফয়সাল, আলিমুজ্জামান হারুন, সাবেক সাধারণ সম্পাদক আজমল হক হেলাল, যুগ্ম সম্পাদক খোন্দকার কাওছার হোসেন, সাংগঠনিক সম্পাদক আ স ম জাকির হোসেন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়