শিরোনাম

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্দিষ্ট সময়ে বিএনপি নির্বাচনে আসবেই

রফিক আহমেদ : সিপিবি, জাসদ, নাগরিক ঐক্য ও ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা বলেছেন, আমরা চাই দেশের সকল রাজনৈতিক দল নিয়ে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না-এটা বিএনপির নেতাদের মনের কথা নয়। শনিবার উল্লেখিত দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসব কথা বলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম বিএপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে বা নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে সাংবিধানিক ধারাবাহিকতা কি ঠিক থাকবে? অসাংবিধানিক ধারা সৃষ্টি হোক-এটা আমরা চাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নির্বাচন চাই। দেশের ব্যাংকসহ বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাট চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এসব দুর্নীতির বিচার হওয়া দরকার। এটাকে কোনোভাবেই আসতে দেওয়া যায় না। বড় দুই দল গোটা জাতিকে জিম্মি করে রেখেছে। এই দুই দলের বাইরে বিকল্প শক্তি গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বড় দুই দলকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব নয়। এই দু’টি দল তিনবার করে ক্ষমতায় এসে ৩০-৩৫ বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ভোটে প্রহসন করেছে গত নির্বাচনে। এটা জাতির কাছে হাস্যকর ব্যাপার ছিল। এক গবেষণায় জানা গেছে, দেশ থেকে ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রধানমন্ত্রী এ কথা ইতোমধ্যে জাতীয় সংসদেও বলেছেন। এই ব্যাপারে আজও কারো বিচার হয়নি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় রাজনৈতিক কারণে বিচার হয়েছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না-এটা দলের নেতাদের মনের কথা নয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে- তা আইনগত ভাবেই মোকাবেলা করবে সরকার। আমি মনে করি বিএনপি অতীতের অভিজ্ঞতার আলোকে একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা ব্যাংকের টাকা লুটপাট ও পাচার করেছে তাদেরও বিচার হওয়া উচিত।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া মনের কথা নয় বিএনপির। দুর্নীতি করার কারণে খালেদা জিয়ার সাজা হয়েছে-এটা রাজনৈতিক খেলা। দেশের সকল দলকে নির্বাচনে আসুক-এটাই আমরা চাই। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না-এটা দলটির নেতাদের মনের কথা নয়। নির্দিষ্ট সময়ে বিএনপি নির্বাচনে আসবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়