শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০১:১৮ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা রিজভীর কৌশলী কান্ড!

শাহানুজ্জামান টিটু : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয় বারের মত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে ঝটিকা মিছিল করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। শনিবার সকাল ৬টার দিকে তার নেতৃত্বে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মিছিলে তার সঙ্গে দলের ২০/২৫জন নেতাকর্মী অংশ নেন। এরআগে গত ১০ মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন রিজভী। গত ৩০ জানুয়ারি থেকে গ্রেফতার এড়াতে দলের কার্যালয়ে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই তিনি দলের পক্ষে নিয়মিত সংবাদ সম্মেলন করছেন।

এর বাইরে তিনি সুবিধাজনক সময়ে কার্যালয় থেকে বের হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আবার মিছিল শেষে তিনি নিরাপদেই কার্যালয়েই ঢুকে পড়েন। এপ্রসঙ্গে রিজভী বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি বেশিক্ষণ মিছিল নিয়ে বাইরে থাকতে পারেন না।

বিএনপির এই নেতা কার্যালয় থেকে রাজপথে নামার মোক্ষম সময়টি ব্যবহার করেন খুব সকালে যখন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি থাকে না।

গতকালের ঝটিকা মিছিলের সময়ও নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। রিজভীর এটা নতুন কোনো ঘটনা নয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিএনপির এই নেতা যে পালাতে পারেন আবার তাদের সামনে থেকেও গ্রেফতার এড়িয়ে থাকতে পারেন তার প্রমাণও রয়েছে। ২০১৫ সালের ৭ জানুয়ারি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান রিজভী। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি ছিলেন তিনি। ওই সময় অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, ভোর ৪টার পর থেকে রিজভীকে পাওয়া যাচ্ছে না।

এছাড়া নিরপেক্ষ নিবার্চনের দাবিতে ২০১৪ সালে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালিন রিজভী আহমেদ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাবে যান। তাকে ধরতে আইনশৃঙ্খলাবাহিনী প্রেসক্লাব এলাকা ঘিরে রাখে। সারাদিন প্রেসক্লাবের ভিতরে অবস্থান করার পর শেষ রাতের দিকে রিজভী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ফাঁকি দিয়ে বের হয়ে যান এবং ওই রাতেই কোনো এক সময়ে দিলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন রিজভী।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের এম জি রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের জিসান, জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ, গণিসহ ২০-২৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়