শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাংলাদেশ একধাপ এগিয়ে গেলো’

জুয়াইরিয়া ফৌজিয়া: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বাংলাদেশ একধাপ এগিয়ে গেলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে আমরা বড় সুখবর পেলাম, আমরা আর পিছিয়ে নেই। জাতিসংঘের দেওয়া স্বীকৃতি অনুযায়ী আজ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হলো বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৬টি বছর আমরা বিদেশে শরনার্থী হিসেবে কাটিয়েছি। একটা দুঃসহ যাতনা এবং স্বজন হারানো বেদনার মধ্য দিয়ে আমাদের দিন কাটে। তারপরও আমরা সব ব্যথা বেদনাকে বুকে ধারণ করেও একটি আদর্শ, একটি চিন্তা, একটি লক্ষ্য যার জন্য আমার বাবা জীবন দিয়েছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পাবে এবং বাংলাদেশের মানুষ খুদামুক্ত, দারিদ্রমুক্ত জীবন পাবে। সেই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্যই দিনরাত কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের একটি শিশুও পথ শিশু থাকবে না। প্রত্যেকে লেখাপড়া করবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত হবে। এদেশের প্রতিটি মানুষ বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে।

তিনি বলেন, এই দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করতে গিয়ে একটানা ২ বছরও আমার বাবা কারাগারের বাইরে থাকতে পারেননি। এতেই বোঝা যায় তিনি কী গভীরভাবে বাংলার মানুষকে ভালোবাসতেন। এমনকি পরিবারের চেয়ে দেশের মানুষকে তিনি বেশি ভালোবসতেন। বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী পড়লে বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার বিষয়টি বোঝা যায়। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। এরমধ্যেই তিনি দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আরেকটু সময় পেলে এই বাংলাদেশকে আরও আগেই উন্নত ও সমৃদ্ধশালী করতে পারতেন। কিন্তু ’৭৫ এর ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

তিনি বলেন, বাবার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ রাজনীতিতে এসেছি। সব সময় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আর শিশুরা জাতির ভবিষ্যত। তারা নিয়মিত লেখাপড়া করছে কিনা, খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে লেখাপড়া করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাবা মায়েদের।
সূত্র: ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়