শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে বিমান হামলায় অন্তত ১৩আইএস সন্ত্রাসী নিহত

আব্দুর রাজ্জাক: দক্ষিণ এশিয়ার অন্যতম গৃহযুদ্ধ প্রবণ দেশ আফগানিস্তানে বিমান হামলায় সন্ত্রাসী সংগঠন ‘ইসলামিক স্টেট’(আইএস) এর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছে। আফগান -মার্কিন বিমান হামলায় আইএস সদস্যদের হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার অচিন জেলায় আইএসের অন্তত ৭জন সদস্য নিহত হয়েছে। তারা প্রত্যেকেই ‘আফগান ন্যাশনাল আর্মি’ (এএনএ) এর বিমান হামলায়ই নিহত হয়েছে বলে তারা জানিয়েছে। এএনএ আইএস এর ঘাঁটি সন্দেহে গত বৃহস্পতিবার কুনার প্রদেশের অচিন জেলার পেকি বাগদারা নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা নিহত হয়।

গত বৃহস্পতিবার এএনএ জানায়, বিগত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৪জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আরো একটি হামলায় একই প্রদেশের মানোগি জেলায় মার্কিন হামলায় আরো অন্তত ১জন সন্ত্রাসী আহত হয়েছে বলে এএনএ’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এএন এর পক্ষ থেকে আরো একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, কোন সাধারণ নাগরিক ও তাদের কোন সদস্য হতাহত হয়নি। সন্ত্রাসীদের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে কুনারেই একটি বিমান হামলায় অন্তত ১৫জন পাকিস্তান ভিত্তিক স্বশস্ত্র সংগঠন ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এর সদস্য নিহত হয়েছিল। হামলায় টিটিপির প্রধান মোল্লা ফায়জুল্লাহর সন্তান নিহত হয়েছিল বলে নিশ্চিত করা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়