শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৮, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্দা নামলো বাংলাদেশ যুব গেমসের

এম এ রাশেদ: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ যুব গেমস -২০১৮’ এর পর্দা নামলো শুক্রবার। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের সাড়া জাগানো এ গেমসের সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী এ অনুষ্ঠানে মুহিত তার বক্তব্যে বলেন, যুব গেমসের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও উজ্জীবিত হবে।
এ গেমসে সারা বাংলাদেশের তরুণ-তরুণীরা স্বতর্স্ফুতভাবে অংশগ্রহণ করেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা পদক জিততে পারেনি তাদেরও হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
এদিকে বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে তৈরি করা হয়েছিল বিশাল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হয় উৎসব। এটির উপলক্ষ অন্য কিছু নয়। প্রথম বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠান। যদিও শেষ দিনে ছিল না কোন আতশবাজি। মূলত নেপাল ট্র্যাজেডির কারণেই সেটা বাতিল করা হয়েছে। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের পর নিভে গেছে গেমসের মশাল।

গতকাল সমাপনী অনুষ্ঠানে দেশের ঐতিহ্যের নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে নৃত্যের মূর্চ্ছনা। শুরু থেকে শেষ পর্যন্ত লেজার শোর ঝলকানিতে দূর হচ্ছিল অন্ধকার। কনফেত্তি আর বেলুন উড়েছে, মাঠ প্রদক্ষিণ করেছে গেমসের মাস্কট ‘তেজস্বী’। ২০২২ সালে পরের গেমসের আগমনী বার্তা দিয়ে শেষ হয়েছে এবারের বর্ণিল ও আলোচিত এ আয়োজন।

প্রথমবারের মত আয়োজিত যুব গেমসে সেরা হয়েছে রাজশাহী বিভাগ। উত্তরাঞ্চলের দলটির অর্জন ৩৭টি স্বর্ণ, ৩৫টি রুপা, ৪০টি ব্রোঞ্জসহ ১১২টি পদক। অর্থমন্ত্রীর হাত থেকে ট্রফি নিয়ে রাজশাহীর কর্মকর্তাদের উল্লাস ছিল চোখে দেখার মতো।

সমান সংখ্যক স্বর্ণপদক পেলেও ৩৭টি রুপা ও ২৩টি ব্রোঞ্জসহ ৯৭টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে খুলনা বিভাগ। ৩৫টি স্বর্ণ, ২৬টি রুপা ও ৪২টি ব্রোঞ্জসহ ১০৩টি পদক নিয়ে চট্টগ্রাম বিভাগের অবস্থান তৃতীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়