শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭১ এর যুদ্ধাপরাধী, ৭৫ এর খুনি নিয়ে বিএনপি রাজনীতি করে

গোপালগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭১ এর যুদ্ধাপরাধী, ৭৫ এর খুনি, জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে বিএনপি-জামায়াত রাজনীতি করে। তাদের ২০ দলীয় জোটের সব দলই স্বাধীনতাবিরোধী।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মানবতা, গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত মরণকামড় দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। তারা ক্ষমতায় যেতে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে তারা অপপ্রচারে নেমেছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দাঁতভাঙা জবাব দিতে হবে। ভবিষ্যতে যাতে স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে না পারে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। বিপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে।

শেখ সেলিম বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি ভাব ধারায় দেশে লুটপাট, দুর্নীতি, মানুষ খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম করেছিল। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশ দুর্নীতিতে ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধীর বিচার করেছেন। জঙ্গিদমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড. অসীম কুমার সরকার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব দিপংকর বিশ্বাস, হবিগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়