শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোট ছাড়লো টিডিপি; অনাস্থার মুখে মোদী!

আসিফুজ্জামান পৃথিল: অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ থেকে বের হয়ে আসার ঘোষণা দিলো তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এদিকে অন্ধ্র প্রদেশের আরেকটি দল ওয়াইএসআর কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে! এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছে রাজ্যে টিডিপির প্রতিদ্বন্দী দলটি।

দুই দলেরই অভিযোগ অন্ধ্র প্রদেশকে স্পেশাল স্ট্যাটাস বা বিশেষ মর্যাদা দিয়ে অন্ধ্রের সাথে বঞ্চনা করা হয়েছে। টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু ব্যক্তিগত খারাপ সম্পর্কের কথা ভুলে গিয়ে ওয়াইআরএস নেতা জগন রেড্ডির আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন দেবার ঘোষণা দিয়েছেন।

তবে এই দুই দল একতাবদ্ধ হলেও খুব একটা শঙ্কায় পরতে হবেনা ক্ষমতাশীন বিজেপিকে। তবে অনেকেই আশঙ্কা করছেন এ থেকে উৎসাহিত হয়ে অন্যান্য আঞ্চলিক দলগুলোও বিজেপির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে বসতে পারে।

সোমবার লোকসভার অধিবেশনে এই নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। এরপর ১ দিনের জন্য অধিবেশন মূলতবী করা হয়। শনিবার এই অনাস্থা প্রস্তাব লোকসভায় উথ¦াপিত হবে। বিজেপির মুখপাত্র নরসিমা রাও বলেছেন, ‘আমরা বিশ্বাস করি টিডিপি অন্ধ্র প্রদেশে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায়। তারা দেখতে পাচ্ছে ২০১৯ সালের নির্বাচনে তাদের হার সুনিশ্চিত। তাই তারা এই ঘটনাটিতে একটি ছুঁতো হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

অন্ধ্র প্রদেশে এই প্রশ্ন উঠছে যে তাদের মুখ্য মন্ত্রীর এই বিষয়টি বুঝতে চার বছর লাগলো কেনো!’ এদিকে টিডিপির সংসদ সদস্য জয়দেব গাল্লা অভিযোগ করেছেন, ‘বিজেপি একটি নোংরা খেলা শুরু করেছে। তারা একই কাজ তামিলনাড়–তেও করেছে। সেখানে তারা ছোট দলকে উৎসাহ দেবার পাশাপাশি বড় দলগুলিতে ভাঙন ধরিয়েছে। এখন তারা একই কাজ অন্ধ্রের সাথেও করতে চায়। এই সরকারের প্রতি আমাদের কোন আস্থা নেই’।

এদিকে পশ্চিমবঙ্গের মূখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন ভালো উদ্দেশ্যে টিডিপি এনডিএ ছেড়েছে। তিনি বলেন, ‘প্রতিটি রাজ্যের আলাদা ইস্যু এবং নিজেদের সমস্যা রয়েছে। টিডিপিরও নিজেদের ইস্যু রয়েছে। সে কারণে টিডিপি যা করেছে ঠিকই করেছে’।

এদিকে বেশ কিছু কেন্দ্রীয় এবং আঞ্চলিক দল এই অনাস্থা প্রস্তাবকে সমর্থনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম আর এআইএমআইএম এর মতো দলগুলো। - ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়