শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮, ০১:০৮ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৮, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের নেতৃত্বে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ (সরাসরি)

আক্তারুজ্জামান : জিতলেই ফাইনালে, হারলেই বাড়ি এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অঘোষিত এই সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইনজুরি থেকে দলে ফেরা সাকিব আল হাসান। আজকের মূল একাদশে সাকিব খেলবেন এটা নিশ্চিত হওয়া গেছে। কেননা বাংলাদেশের হয়ে টস করতে গিয়েছিলেন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২ রান। সাকিব আল হাসান ব্যাক্তিগত দ্বিতীয় ও দলীয় তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন। এরপর মুস্তফিজ প্রথম ওভারেউ ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকে। ক্রিজে আছেন কুশল পেরেরা ৫ রানে ও উপুল থারাঙ্গা ০ রানে।

নিদাহাস ট্রফির ফাইনালে আগেই জায়গা করে নিয়েছে ভারত। আজ ভারতের সঙ্গী নির্ধারণের লড়াই। এই লড়াইয়ে বাংলাদেশ দলে নেতৃত্বে দেখা যাবে দুই মাসে পর মাঠে ফেরা সাকিবকে।

সাকিব দলে ঢোকায় বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন গত ম্যাচেই সুযোগ পাওয়া আবু হায়দার রনি। অন্যদিকে শ্রীলঙ্কা দলেও এসেছে দুটি পরিবর্তন। সুরাঙ্গা লাকমাল ও চামিরার পরিবর্তে লঙ্কান দলে খেলবেন ইসুরু উদানা ও আমিলা আপোনসো।

বাংলাদেশ দলের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা দলের একাদশ : কুশল পেরেরা, কুশল মেন্ডিস, গুনাথিলাকা, উপুল থারাঙ্গা. থিসারা পেরেরা, জীভান মেন্ডিস, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, নুয়ন প্রদীপ, ইসুরু উদানা ও আমিলা আপোনসো।

https://www.facebook.com/probashimedia/videos/353618265144209/

  • সর্বশেষ
  • জনপ্রিয়