শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৭:৩০ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন!

 

মো. কামাল হোসেন: পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্তের পর এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ঘোষণা এমন দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে মার্কিন গণমাধ্যম সিএনএন-ও একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন খবর দিয়েছে ।

সিএনএন জানায়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করার পরই নিরাপত্তা উপদেষ্টাকে সরানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার একটি সূত্রের বরাতে সিএনএন বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় এ পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন ট্রাম্প। তবে খুব দ্রুত ঘোষণা করতে পারেন তিনি। এমনকি শুক্রবার (১৬ মার্চ) ট্রাম্প ম্যাকমাস্টারকে বদলির ঘোষণা আনুষ্ঠানিক দিতে পারেন।

এদিকে এমন খবর অস্বীকার করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডারস। তিনি এক টুইট বার্তায় ম্যাকমাস্টারের বদলি বা বহিষ্কারের বিষয়টি নাকচ করেছেন।

আগামী মে মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। আর এ বৈঠকের আগেই নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ্য ব্যক্তিতে খুঁজছেন ট্রাম্প।

গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হওয়ার পূর্বে ম্যাকমাস্টার ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের সময় ট্রাম্প ম্যাকমাস্টার সম্পর্কে বলেছিলেন, তিনি অসাধারণ প্রতিভাবান এবং অসাধারণ অভিজ্ঞ। সেনাবাহিনীর সবাই তাকে যথেষ্ট শ্রদ্ধা করে। আফগানিস্তান ও ইরাকে নিযুক্ত ম্যাকমাস্টার চিন্তাশীল, স্পষ্টবাদী ও সামরিক কৌশলী।

তবে এমন সব বিশেষণে ভূষিত করলেও একবছরের কিছু বেশি সময় পরই কেন তাকে সরিয়ে দিতে চান ট্রাম্প সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।

যদি এটি সংগঠিত হয় তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ ক্ষমতায় আসার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ম্যাকমাস্টারের নামও যুক্ত হলো এবার। সূত্র: ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়