শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের কাছে কূটনৈতিক পরাজয় বাংলাদেশের : খালেকুজ্জামান

মেহেদী হাসান : মিয়ানমারের কাছে বাংলাদেশের একটা কূটনৈতিক পরাজয় হয়েছে। কূটনৈতিক চালে বাংলাদেশের ব্যর্থতাকেই প্রমাণ করে। বাংলাদেশ শুরু থেকেই রোহিঙ্গা বিষয়টিকে নিষ্পত্তি করার বা মিয়ানমারের সামগ্রিক অবস্থা বিবেচনায় রেখে যেভাবে অগ্রসর হওয়া প্রয়োজন ছিল সেক্ষেত্রে যে ঘাটতি রয়েছেÑ এটা তারই বহিঃপ্রকাশ। ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা হতে মিয়ানমার মাত্র ৩৭৪ জনকে শনাক্ত করার ব্যাপারে আলাপকালে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আগে থেকেই বলে আসছি মিয়ানমারে যখন গণহত্যা চলছে ও আমাদের দেশে রোহিঙ্গারা আসছে, তখন চাল কিনতে যাওয়া এবং চীন, ভারত ও রাশিয়ার সাথে বিশেষ করে কূটনৈতিকভাবে মোকাবিলা করার জন্য পন্থা উদ্ভাবন করা প্রয়োজন ছিল। শুধু দ্বিপাক্ষিকভাবেই না করে অন্যান্য পক্ষকে যুক্ত করে যখন সাড়া বিশ্বের যে চাপ সৃষ্টি হয়েছিল সেটাকে বলবৎ রেখে বিষয়টাকে নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশ, মিয়ানমার যখন দ্বিপাক্ষিক আলোচনায় চলে গেল তখন বিশ্বের চাপ মিয়ানমারের ওপর শিথিল হয়ে গেছে। আর এটাই মিয়ানমার চেয়েছিল।

তিনি আরো বলেন, মিয়ানমার বাস্তবে ১০ লাখ শরণার্থী নেবে না। এই ভাবে ২০ থেকে ৩০ জনের নামের তালিকা করবে আর সময় বিলম্বিত করে তারা তাদের দায় এড়াবে। বাংলাদেশ সরকারও তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। এখনো আমরা মনে করি, রাশিয়া, চীন ও ভারতের সাথে এ পরিস্থিতিতে আবার নতুন করে সমস্যা সমাধানের লক্ষ্যে একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সেই ব্যাপারে নতুন চিন্তা-ভাবনা দরকার। দেশের অভ্যন্তরেও একটা যে বিয়োজন প্রক্রিয়া এবং দেশের অভ্যন্তরে জনমতের শক্তির প্রতিফলন সেটা প্রদর্শিত না হলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে আমরা আশানুরূপ ফল পাব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়