শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার নিরাপত্তায় একসাথে কাজ করবে বাংলাদেশ-রাশিয়া

ডেস্ক রিপোর্ট: সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে মতৈক্যে পৌঁছেছে বাংলাদেশ ও রাশিয়া। রাশিয়া সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ রাশিয়ার মস্কোয় রুশ ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলাই নিকিফরেভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে সাইবার নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার সহায়তা চান প্রতিমন্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফররত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বুধবার রাতে রাশিয়ার মস্কো রুশ ফেডারেশনের মন্ত্রী নিকোলাই নিকিফোরেভের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশ সাইবার নিরাপত্তা খাতে রাশিয়ার সহযোগিতা চান পলক।

জুনাইদ আহমেদ বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০০ গুণের বেশি বেড়েছে। বেড়েছে সরকারি সেবা প্রদানের হার, ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনসহ ডিজিটাল কার্যক্রম বেড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ঝুঁকি। এ ঝুঁকি মোকাবিলায় রাশিয়ার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক ভিত্তিতে সাইবার ঝুঁকি মোকাবিলায় আমরা বিশ্বমানের সক্ষমতা অর্জন করতে চাই।’

প্রতিমন্ত্রীর এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলাই নিকিফরেভ। সাইবার ঝুঁকি মোকাবিলায় ‘সম্ভাব্য সাইবার আক্রমণের আন্তরাষ্ট্রীয় আগাম তথ্য বিনিময়ে’ একমত পোষণ করেন তিনি। এ ছাড়া সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশে রাশিয়ার সহযোগিতায় ‘সেন্টার অব এক্সিলেন্স ইন সাইবার সিকিউরিটি’ প্রতিষ্ঠার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এতে সম্মতি দিয়েছেন রাশিয়ান মন্ত্রী নিকিফরভ। এ ছাড়া একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি হয়েছেন। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়