শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব-ইয়াহিয়ার বৈঠক শুরু

হামিম আহসান : ৭১ সালের এই দিনে মুক্তিপাগল বাঙালী শুধু বঙ্গবন্ধুর মুখে চূড়ান্ত ডাকের অপেক্ষায়। পূর্ব পাকিস্তানে শাসন ক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে এই দিন থেকে শুরু হয় শেখ মুজিবের সাথে পাকিস্তানের প্রেসিডেন্ট  ইয়াহিয়া খানের বৈঠক। পাকিস্তান সামরিক শাসকের প্রহসনের এ বৈঠক চলে টানা ২৫শে মার্চ পর্যন্ত।

প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়ার সাথে বৈঠকের উদ্দেশ্যে সকালে ধানমণ্ডির বাড়ি থেকে বঙ্গবন্ধুর গাড়ি বের হলো। শোক ও প্রতিবাদের প্রতীক কালো পতাকা উড়ছে তাঁর মাজদা গাড়ির ফ্ল্যাগস্ট্যান্ডে আর উইন্ড স্ক্রিনে উড়ছে সদ্য তৈরি হওয়া মানচিত্রখচিত বাংলাদেশের প্রস্তাবিত পতাকা।

দুই ঘন্টা পর আলোচনা শেষে প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে আসেন বঙ্গবন্ধু। অপেক্ষমান দেশি-বিদেশি সাংবাদিকদের তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। তবে ইয়াহিয়ার পক্ষ থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ভবন থেকে ধানমণ্ডিতে ফিরে দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনায় বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর রাত পর্যন্ত এই বৈঠক চলে।

অসহযোগ আন্দোলনের ১৬তম দিন একাত্তরের এ দিনে বঙ্গবন্ধুর নির্দেশ  এলো- এখন থেকে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক কেন্দ্রের শুল্ক, কর, আবগারি কর ও বিক্রয় কর গ্রহণ করবে। কিন্তু এসব কর স্টেট ব্যাংক অব পাকিস্তানে জমা দেয়া হবে না।

এদিন ন্যাপ প্রধান মওলানা ভাসানী ময়মনসিংহের জনসভায় শেখ মুজিবকে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান।

জনসভায় তিনি দাবি করেন, বাংলাদেশের পাওনা বাংলাদেশকে বুঝিয়ে দিন।

চট্টগ্রামের লালদীঘি ময়দানে বুদ্ধিজীবীদের সভায় আবুল ফজল, সৈয়দ আলী আহসান, ড. আনিসুজ্জামান প্রমুখ অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন।

এদিকে আজকের এই দিনে ভারত সরকার নিজ ভূখন্ডের ওপর দিয়ে সমস্ত বিদেশি বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করে। উদ্দেশ্য পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করা।

পিপিপি চেয়ারম্যান ভুট্টো পাকিস্তানের দুই অংশে দুই সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেন। তার এ প্রস্তাবের তীব্র সমালোচনা করে বিবৃতি দেন পশ্চিম পাকিস্তানের অন্য নেতারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিনে ছাত্র-শিক্ষকদের সভা শেষে মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।

আজকের দিনে দেশের সর্বত্র  কালো পতাকা উড়তে থাকে। মহল্লায় মহল্লায় গড়ে উঠতে থাকে সংগ্রাম কমিটি। সব বয়স সব পেশা ও শ্রেণীর মানুষ বেরিয়ে আসতে থাকে রাজপথে। স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত বঙ্গবন্ধুকে আরও উজ্জীবিত করতে রাস্তায়, মাঠে- ময়দানে তখন গণসঙ্গীত, নাটক, পথনাটক ও পথসভা করে চলছে উদীচী শিল্পী গোষ্ঠী, বেতার-টেলিভিশন শিল্পী সংসদ, মহিলা পরিষদ প্রভৃতি সংগঠন। হাইকোর্টের আইনজীবী, বেসামরিক কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে থাকে।

সূত্র : সময় টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়