শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার উদ্বোধন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাই বৃহস্পতিবার ব্যাংককে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই চেয়ারের উদ্বোধন করেন।

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. জয়াশ্রী রায় বঙ্গবন্ধু চেয়ারের প্রফেসর নির্বাচিত হয়েছেন। তার অধীনে প্রথম ডক্টরেট করবেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাহমুদ হাসান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় চেয়ার প্রফেসরশিপ ও ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য আট লাখ ডলারের চার বছর মেয়াদি তহবিল গঠন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু চেয়ার বিষয়ক জাতীয় কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাস ও এআইটি এই তহবিলের অর্থ ব্যয় করা হবে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি মার্বল স্মারক উন্মোচনের মাধ্যমে ‘বঙ্গবন্ধু চেয়ারের’ উদ্বোধন করেন বলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
অনুষ্ঠানে থাই ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও উদ্বোধন হয়। বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেন অধ্যাপক জয়াশ্রী রায়।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর চেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান হয়। বৈঠমে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। ভিসা ছাড়াই কূটনীতিকদের সফরের অনুমোদন দিয়ে একটি চুক্তিতে সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

‘বঙ্গবন্ধু চেয়ারকে’ বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির মধ্যকার বন্ধুত্বের প্রতীক হিসেবে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, “বঙ্গবন্ধু চেয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশন ও সংগ্রামী জীবন সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াবে।এ চেয়ার থেকে পিএইচডি ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশের জন্য টেকসই এবং সমন্বিত স্মার্ট জ্বালানি মডেলিংয়ের উপর গবেষণা করতে এ চেয়ার প্রণোদনা প্রদান দেবে।”
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রেক্ষিতে এখন থেকে জ্বালানি নিরাপত্তা, গ্লোবাল জ্বালানি মার্কেট, ফুয়েল মিক্স, কয়লা, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে গবেষণা করা হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সর্বোত্তম জ্বালানি গ্রিড মডেলিং নির্মাণ সংক্রান্ত উদ্ভাবনী গবেষণার জন্য বাংলাদেশ থেকে সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সোবিন পিনকয়েন এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বক্তব্য রাখেন।বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়