শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিভুবন বিমানবন্দরে মাহি

বিনোদন ডেস্ক : নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাংলাদেশ-নেপালের নাগরিকগণ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন। আন্তর্জাতিক পত্র-পত্রিকায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়, বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমান বন্দরের মধ্যে এটি অন্যতম। এ পর্যন্ত এই বিমানবন্দরে ৭১বার বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার তিনদিন না পেরুতেই ঢাকা থেকে কঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পা দিলেন ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বৃহস্পতিবার সকাল ১১টার ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে মাহিকে বহনকারী বিমানটি। নেপালে সাতদিন অবস্থান করবেন মাহি। নেপালের বিভিন্ন স্থানে ‘মনে রেখো’ সিনেমার চারটি গানের শুটিং করবেন। এ গানগুলোর নৃত্য পরিচালনা করবেন মুম্বাইয়ের নৃত্য পরিচালক আদিল শেঠ। রাইজিংবিডিকে এমনটাই জানান ‘মনে রেখো’ সিনেমার নির্মাতা ওয়াজেদ আলী সুমন।

এ প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আজ শুটিং ইউনিট নেপাল গিয়ে পৌঁছেছে। আগামীকাল শুক্রবার থেকে শুটিং শুরু করব। কাঠমান্ডু, চায়না বর্ডারসহ বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হবে।’

এদিকে শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে নেপাল গিয়েছেন কলকাতার অভিনেতা বনি। গত বছরের শুরুর দিকে শুটিং শুরু হয় ‘মনে রেখো’ সিনেমার। কয়েকদিন আগে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আইইউবি বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির শেষ অংশের শুটিং হয়।

হার্টবিট প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক-অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।এতে বাংলাদেশের চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা বনি। এ ছাড়াও এতে অভিনয় করছেন, মিশা সওদাগর, যাদু আজাদ, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। সূত্র : রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়